সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষের পেট থেকে বে’র হ’লো প্রায় এক কেজি স্ক্রু ও নখ

যত দিন যাচ্ছে তত যেন অদ্ভুত অদ্ভুত ঘটনার সংখ্যাও বাড়ছে। এই কয়েকদিন আগে মারাত্মক পেটের যন্ত্রণা নিয়ে লিথুনিয়ার বাল্টিক বন্দর নগরীর ক্লাইপেদার হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। কেন তার পেটে ব্যথা হচ্ছে তা জানতে চিকিৎসকরা প্রথমে এক্স-রে করেন। এক্স-রে রিপোর্টে ধরা পড়ে, তার পেটে রয়েছে বিভিন্ন ধাতব বস্তু।

এরপর ব্যক্তিটির অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর ধাতব বস্তুগুলো তার পেট থেকে বের করা হয়েছে। জানলে অবাক হবেন, পেট থেকে বের হয়েছে এক কেজি স্ক্রু ও নখ। যদিও ওই ব্যক্তির নাম গোপন রাখা হয়েছে। চিকিৎকদের মতে, তিনি দীর্ঘদিন ধরে অ্যা’ল’কো’হ’ল পান করতেন। তারপর অ্যা’ল’কো’হ’লে’র পাশাপাশি বিভিন্ন ধাতব বস্তু খাওয়া শুরু করেছিলেন। অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎকরা।

উক্ত বিষয়ে ক্লাইপেদা হাসপাতালের সার্জন সারুনাস ডইলিডানাস বলেন, ৩ ঘণ্টা ধরে এ অপারেশন চলে। অপারেশন সম্পন্ন করা হয়েছে এক্স-রে কন্ট্রোলের সাহায্যে। রোগীর পেট থেকে সকল ধাতব বস্তু ও নখ বের করা হয়েছে। ইতিমধ্যে সেসব স্ক্রু ও নখের ছবি হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করেছে।

হাসপাতালের প্রধান সার্জন আলগির্দাস স্লাপাভিসিয়াস গণমাধ্যমকে জানান, এমন ঘটনা সত্যিই বিরল। গত মাসে ব্যক্তিটি ম’দ্য’পা’ন ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই শুরু করেন এমন সব অদ্ভুত কান্ড।