সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুই বন্ধুর মধ্যে ফোনে ক’থা, পুতিনকে কি প’রা’ম’র্শ দিলেন মোদি?

রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। গত ২ মার্চ মোদি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পুতিনকে ফোনে কথা বলেন।

সেখানে বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। তখনই মোদী ইউক্রেনের সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য পুতিনকে পরামর্শ দিয়েছেন বলে খবর।

আরো পড়ুন: পুজো পর্যন্ত হাওড়া থে’কে দীঘা স্পেশাল ট্রেন চালু, ব’ড়ো ঘো’ষ’ণা ভারতীয় রেলের

প্রধানমন্ত্রী মোদী এই সপ্তাহের শুরুতেই জার্মানিতে জি-৭ সম্মেলনে হাজির ছিলেন । তার পরই পুতিনের সঙ্গে মোদীর ফোনে কথা বলা এবং তাঁকে ইউক্রেনে যুদ্ধ থামানোর পরামর্শ দেওয়ার গুরুত্ব অনেকটাই বেশি বলে মত ওয়াকিবহাল মহলের।

এছাড়াও এদিন দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা হয়েছে। দুই নেতার মধ্যে কৃষিপণ্য, সার এবং ওষুধের মতো সামগ্রীর দ্বিপাক্ষিক ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তাঁরা আন্তর্জাতিক স্তরে খাদ্য ও শক্তির ব্যবসার পরিস্থিতি নিয়েও কথা বলেন।