সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজো পর্যন্ত হাওড়া থে’কে দীঘা স্পেশাল ট্রেন চালু, ব’ড়ো ঘো’ষ’ণা ভারতীয় রেলের

দীঘা বরাবরই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে খুব কাছের একটি জায়গা। বাঙালির পছন্দের তালিকায় সপ্তাহান্তের ছুটি হোক কিংবা একদিনের জন্য ঘুরতে যাওয়ার ঠিকানার খোঁজ পড়লেই প্রথমেই উঠে আসে দীঘার নাম।

প্রতিদিন দীঘার সমুদ্র সৈকতে ভিড়ও হয় প্রচুর। এবার সেই সব কথা মাথায় রেখে হাওড়া – দীঘা স্পেশাল ট্রেন পুজোর আগে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখেই চালু রাখা হচ্ছে এই হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন। 30 সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেন চালু রাখার ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

আরো পড়ুন: রথযাত্রার দিন দু’র্ঘ’ট’না’র ক’ব’লে শ্রীলেখা মিত্র, হাসপাতালে চিকিৎসাধীন

এই স্পেশাল ট্রেনসপ্রতি সপ্তাহে সোম, শুক্র, শনি ও রবিবার চালানো হচ্ছে। হাওড়া থেকে 08001 স্পেশাল ট্রেনটি ছাড়বে দুপুর 2 টো বেজে 55 মিনিটে।

সেটি দিঘা গিয়ে পৌঁছবে বিকেল 5 টা বেজে 55 মিনিটে। উলটো দিকে দিঘা থেকে হাওড়া আসার ট্রেন 08002 দিঘা থেকে ছাড়বে সন্ধ্য়ে 6 টা বেজে 25 মিনিটে।

সেটি হাওড়া এসে পৌঁছবে রাত 9 টা বেজে 45 মিনিটে। এই স্পেশাল ট্রেনগুলি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক ও কোনটাই স্টেশনে থামবে।