সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা যেন অগ্নি’কুন্ড, কা’ঠ’ফা’টা গরমে জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ছা’ড়ি’য়ে যাবে!

অশনি সংকেত দিল হাওয়া অফিস। সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে চরম তাপপ্রবাহ হতে পারে।শুক্র ও শনিবার উত্তরবঙ্গের মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় লু – এর সতর্কতা জারি করা হয়েছে।

আপাতত গরম থেকে স্বস্তির কোন আশা নেই,এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তথ্য অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে কলকাতার তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। কালবৈশাখীরও কোন সম্ভবনা নেই।

গতকাল কলকাতার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।এছাড়া সল্টলেকের ৪২.১ ডিগ্রি সেলসিয়াস,ব্যারাকপুরের ৪১ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটের ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, দমদমের ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল,যা স্বাভাবিকের থেকে যা ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

হাওড়ায় গতকাল পারদ ছুঁয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।দক্ষিণ ২৪ পরগনার,পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর,নদিয়া সব জেলাতেই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। বাদ যায়নি পশ্চিমের জেলাগুলি। সেখানে তো আরও নাজেহাল অবস্থা। কোথাও কোথাও ৪২ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা।

আরো খবর: প্রচন্ড গ’র’মে দইয়ের সঙ্গে এই ৫ খাবার গুলো একদম খাবেন না, ক্ষ’তি হয়ে যে’তে পারে!

বাঁকুড়া জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে বীরভূমের গতকাল সর্বোচ্চ তাপমাত্রা চলেছিল ৪০.২° সেলসিয়াস, হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্র দাবদাহে হাসফাঁস করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা। তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বগামী।

উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দক্ষিণবঙ্গে সূর্যমামা নিজের প্রকোপ দেখাতে শুরু করে দিয়েছে।ইতিমধ্যেই ১৯ টি জেলায় পারদ উঠে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে,সঙ্গে যোগ হয়েছে শুষ্ক বায়ু। যা এই গরমকে বহুগুণে বাড়িয়ে দেবে। হওয়ায় অফিস সূত্রে খবর,অন্য বছরের তুলনায় এ বছর সূর্যের প্রকোপ কিছুটা আগের থেকেই দেখা যাচ্ছে।

ফলে এপ্রিলে মাসেই গরমের দাপট অন্যবারের থেকে বেশি হবে বলেই খবর। ফলে হিট স্ট্রোকের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা। চলতি মাসের শুরুতেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল উত্তর-পশ্চিম এবং দ্বীপ অঞ্চল বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র প্রচন্ড গরম পরবে।

এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপমাত্রা প্রতিদিন থাকবে স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি উপরে। আবহাওয়া দফতর সূত্রে খবর,এই সপ্তাহে তাপমাত্রার পারদ সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।এই সময়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।