সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাংকে চাকরি করবেন? তাহলে এই সু”যো’গ হাতছাড়া করবেন না একদম

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। ব্যাংকিং সেক্টরে আবার নিয়োগ শুরু হয়েছে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে হাজার হাজার প্রার্থী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে।

আরআরবি এক, আরআরবি 2 এবং আরআরবি 3 সেক্টরে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া অফিসার পদেও নিয়োগ মিলবে। গ্রামীণ ব্যাংকের এসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হতে চলেছে। অফিসার পদেও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

স্কেল ওয়ান, টু ও থ্রি অফিসার পদে আবেদনের সুযোগ পাওয়া গিয়েছে। সরকারি কিংবা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 18 থেকে 28 বছর বয়স ধার্য করা হয়েছে। স্কেল এক অফিসার পদের জন্য 18 থেকে 30 বছর ধার্য করা হয়েছে।

আরো পড়ুন: দীঘাতে সাবমেরিন রাখার ই’চ্ছে প্র’কা’শ করলেন মমতা, নৌবাহিনীর কা’ছে করলেন আবেদন

স্কেল 2 ক্ষেত্রে 21 থেকে 32 বছর ধার্য করা হয়েছে। স্কেল থ্রী অফিসারের ক্ষেত্রে 21 থেকে 40 বছর বয়স সাহায্য করা হয়েছে।35000 থেকে 75 হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে।

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হলে আবেদন করা যাবে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। 1962 সালের আগে নেপাল, ভুটান, তিব্বত থেকে যারা এসেছেন তারা আবেদন করতে পারবেন। আইবিপিএস অফিশিয়াল ওয়েবসাইটে 27 শে জুনের মধ্যে আবেদন করতে হবে।