সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫০ মন্ত্রী নি’খোঁ’জ, ঘুম উ’ড়ে’ছে ইমরান খানের

গোদি হারানোর ভয় ইমরান খানের মন থেকে যে দূর হতে চাইছে না কোনোমতেই। কিছুদিন আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়েছিল পাক সেনাবাহিনী। কিন্তু এর থেকেও বড় একটি খবর সম্প্রতি সামনে এসেছে।

জানা যাচ্ছে অনাস্থা প্রস্তাবের আগে ইমরান খানের দলের ৫০ জন মন্ত্রী একেবারেই নিখোজ হয়ে গেছে। যার জেড়ে একেবারে দারুণ বিপাকে পড়েছে ইমরান খান। জানা গেছে, ৫০ জনের মধ্যে ২৫ জন সচিব, ১৯ জন সহকারী ও ৪ জন প্রতিমন্ত্রী নিখোজ হয়েছে।

এক কথায় খারাপ সময়েই মাঠ ছেড়ে পালিয়েছে ইমরানের দলের নেতা মন্ত্রীরা। আর ঠিক সেই কারণেই ইমরান খান প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবেই বলে জানা যাচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়, এই খারাপ সময়ে ইমরান খানের পাশে কেউ নেই।

আরো পড়ুন: বিকেলেই ইস্তফা দি’তে চলেছেন! Youtube চ্যা’নে’ল থেকে পাক প্রধানমন্ত্রীর ত’ক’মা সরানো হলো

তাঁর কাছের বন্ধুরাও তাঁর সমর্থন ছেড়ে দিয়েছে। আগামী ২৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পেশ করা হবে। আর সেটার ওপরেই আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ভোট গ্রহণ সম্পন্ন হবে।

গতকাল শুক্রবার অনাস্থা প্রস্তাব পেশ করতে পারে নি বিরোধীরা। তবে আগামীকাল অর্থাৎ সোমাবার সেই প্রস্তাব পেশ করার সম্ভাবনা রয়েছে।

ইমরান খান যে তাঁর গদি হারাচ্ছে, তা স্পষ্ট। কিন্তু এখন সেটা তাঁর আগেই কি তারা ক্ষমতা থেকে বেড়িয়ে যাবে? বিরোধীদের হারাতে কি নতুন কোনো বাজি খেলবে ইমরান সেটা এখনও স্পষ্ট নয়।