সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিকেলেই ইস্তফা দি’তে চলেছেন! Youtube চ্যা’নে’ল থেকে পাক প্রধানমন্ত্রীর ত’ক’মা সরানো হলো

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিশায়াল টুইটার অ্যাকাউন্টের নাম শনিবার রাতেই বদলে গেল। এতদিন যা ছিল ‘Prime Minister’s Office’, তা এবার বদলে হয়ে গেল ‘Imran Khan’। জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

পাক প্রধানমন্ত্রী ইসলামাবাদের র‍্যালি থেকেই তাঁর পদত্যাগের কথা ঘোষণা করতে চলেছেন। এদিকে, শোনা যাচ্ছে, রবিবার গ্রেফতারও হতে পারেন পাক প্রধানমন্ত্রী। বিদেশি মুদ্রায় আর্থিক তছরূপের মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও চাঞ্চল্যকর দাবি উঠেছে। আগামী ২৮ মার্চ পাকিস্তানে আস্থা ভোট। আস্থাভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ।

এই পরিস্থিতিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। খবর মিলেছে, পাকিস্তানের শাসক দল Tehreek-E-Insaaf -এর নেতারা কার্যত ‘উধাও’ হয়ে গিয়েছেন। তাঁরা একেবারেই পর্দার আড়ালে চলে যাওয়ায় অনেকেই কটাক্ষ করে বলছেন, ইমরানের পতন ঘনিয়ে এসেছে বলেই পালাচ্ছেন তাঁর বিধায়করা। শাসক দলের মোট ৫০ জন নেতা কার্যত গায়েব হয়ে গিয়েছেন বলেই খবর। তাঁদের কোনও জনসভাতেই দেখা যাচ্ছে না।

জানা গিয়েছে, মিসিং রাজনীতিকদের তালিকায় ২৫ জন Federal And Provincial Adviser এবং Special Assistant রয়েছেন। চারজন মন্ত্রীও রয়েছেন এই দলে। পাশাপাশি, চারজন উপদেষ্টাও ‘গায়েব’ হয়ে গিয়েছেন।

সম্প্রতি Pakistan People’s Party (PPP) -র নেতা Bilawal Bhutto Zardari বলেন, ইমরান খান এখন প্রাক্তন প্রধানমন্ত্রী। কারণ, বিরোধীরা এককাট্টা হয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। আস্থাভোটে তাঁর পরাজয় নিশ্চিত।

তিনি আরও বলেন, ইমরান খান শুধুমাত্র রিগিংয়ের মাধ্যমে কী ভাবে ভোটে জেতা যায়, সেটাই জানেন। কিন্তু, এবার আর কোনও Selection হবে না। কেউ আপনার সঙ্গে হাত মেলাতে রাজি নয়। কোনওরকম রিগিংয়ের তো কোনও জায়গা নেই। সাধারণ মানুষেরই উচিত এবার ওঁকে সরিয়ে দেওয়া।