Home দেশ রাহুলের কথার মোক্ষম জ’বা’ব, এটাকে দাম্ভিকতা ব’লে না! বলে আত্মবিশ্বাস, বললেন জয়শঙ্কর

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাহুলের কথার মোক্ষম জ’বা’ব, এটাকে দাম্ভিকতা ব’লে না! বলে আত্মবিশ্বাস, বললেন জয়শঙ্কর

ভারতীয় কূটনীতিবিদরা দাম্ভিক! এমনটাই নাকি শুনেছেন রাহুল গান্ধী! শুক্রবার লন্ডনে আইডিয়াস ফর ইন্ডিয়া সম্মেলনে এমনটাই বক্তব্য রাখেন রাহুল গান্ধী।

তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তাকে পাল্টা জবাব দিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিবিদরা মিনমিন করে কথা বলেন না। তারা নিজেদের যুক্তি তুলে ধরেন। তাকে বলা হয় আত্মবিশ্বাস।

শুক্রবার এর সম্মেলনে রাহুল গান্ধী দাবি করেছিলেন তাকে ইউরোপীয় কূটনীতিবিদরা বলেন ভারতীয় ফরেন সার্ভিস নাকি পাল্টে গিয়েছে। ভারতীয় কূটনীতিবিদরা নাকি কোনো কথায় ভ্রুক্ষেপ করেন না। তারা দাম্ভিক।

আরো পড়ুন: সকল মানুষেরই চরিত্রের অন্ধকার দি’ক আ’ছে! রাশি হি’সে’বে জেনে নিন আপনারটা

এবার রাহুল গান্ধী বলেন ভারতীয় কূটনীতিবিদরা কি নির্দেশ পেয়েছেন তা ভারতীয় অফিসারদের জানাতে হয় ইউরোপীয় কূটনীতিবিদদের। দু’পক্ষের মধ্যে আলোচনা হয়না।

রাহুলের এই মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জয়শঙ্কর বলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিস পাল্টে গিয়েছে। তারা সরকারি নির্দেশ মেনে চলেন। অন্যদের যুক্তির পাল্টা দিতে পারেন।

একে দাম্ভিকতা বলে না, একে বলে আত্মবিশ্বাস। একে জাতীয় স্বার্থ রক্ষা বলা হয়ে থাকে। এ রাহুল গান্ধী বলেন ইউক্রেনে কী ঘটছে, আর লাদাখে কী ঘটছে দেখুন।

বিজেপির পাল্টা বক্তব্য রাহুল গান্ধী বিদেশনীতির এবিসিডি না জেনেও অবিরাম মন্তব্য করে যান। লাদাখের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি তুলনা করে তিনি প্রমাণ দিলেন রাহুল ভারতের শক্তি কিংবা বিদেশ নীতি সম্পর্কে সচেতন নন।