সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি জানেন ট্রেনে ১১ রকমের হর্ন আ’ছে? প্রতিটির আছে আ’লা’দা আ’লা’দা অ’র্থ!

আমরা যারা ট্রেনে রোজ যাওয়া আসা করি তারা প্রায়ই বিভিন্ন ধরনের হর্ন শুনতে পাই। আমরা সকলে কিছুটা আন্দাজ করার চেষ্টা করি কোন কারণে কোন হর্ন বাজছে। তবে বেশিরভাগ মানুষই জানেন না কোন হর্ন কি কারণে বাজানো হয়। আজকের এই প্রতিবেদনে সেই হর্ন নিয়েই আলোচনা করবো।

এছাড়াও রেল ক্রসিং-এ দাঁড়িয়ে থাকা মানুষ ট্রেনের হর্ন শুনে তাদের যানবাহনের ইঞ্জিন স্টার্ট দিতে থাকে এইভেবে যে এবার গেট খুলবে অথবা স্টেশনে কাউকে ছাড়তে যাওয়া লোকজন হর্নের আওয়াজে বুঝে যায় যে এবার ট্রেন ছাড়তে চলেছে। তবে আমরা কেবল ট্রেনের হর্ন (Train horns) থেকে এইটুকুই অনুমান করতে পারি।

কিন্তু সঠিক কারণ খুব কমই জানি। জানা যাচ্ছে মোট ১১ ধরনের হর্ন হয় এবং প্রতিটি ধরনের হর্নের একটি বিশেষ অর্থ আছে। এই হর্ন গুলি বিভিন্ন বার্তা দেওয়ার জন্য ব্যাবহার করা হয়। আসুন জেনেনি প্রতিটি হর্নের আসলে কি মানে।

১. ছোটো হর্ন: এই হর্নের অর্থ হলো ট্রেন ইয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার জন্য যেতে প্রস্তুত রয়েছে। আর এখন থেকেই ট্রেনটি আগামী যাত্রার জন্য রওনা দেবে।

আরো খবর: ১০০ টা’কা’র নোটে কোন পর্বতের ছবি ছা’পা’নো থা’কে? বেশিরভাগ মানুষই জানেন না

২. দুটি ছোটো হর্ন: আসলে ট্রেন যখন যাত্রার জন্য প্রস্তুত হয় তখন দুটি ছোট হর্ন বাজানো হয়। এর সাথে মোটরম্যান (ড্রাইভার) গার্ডকে ট্রেন যাত্রা শুরু করার চূড়ান্ত সংকেত দেওয়ার জন্য একটি বার্তা দেয়। যাতে প্ল্যাটফর্মে ঘোরাঘুরিকারী যাত্রীরা ট্রেনে আপনার আসন গ্রহণ করে।

৩. তিনটি ছোটো হর্ন: এটি ইমারজেন্সি সিচুয়েশনে বাজানো হয়। এর অর্থ হলো ড্রাইভার ইঞ্জিন দিয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এমন পরিস্থিতিতে ড্রাইভারকে ভ্যাকিউম ব্রেক টানার বার্তা ৩ টি ছোটো হর্নের মাধ্যমে দেওয়া হয়। এই হর্নের ব্যবহার খুবই কম করা হয়ে থাকে।

৪. চারটি ছোটো হর্ন: যদি ট্রেনে কোনো টেকনিক্যাল সমস্যা দেখা যায় বা ট্রেন খারাপ হয়ে যায় এবং আগে চলাচল করতে না পারে তখন এই হর্ন বাজানো হয়।

৫. দুটি লম্বা ও দুটি ছোটো হর্ন: ড্রাইভার গার্ডকে ইঞ্জিনের কন্ট্রোল নেওয়ার জন্য এই হর্ন বজায়।

৬. দুইবার থেমে থেমে হর্ন: এটি রেলওয়ে ক্রসিংয়ের জায়গায় বাজানো হয় যাতে লোকেরা ট্র্যাক থেকে দূরত্ব বজায় রাখে।

৭. একটা লম্বা টানা হর্ন ও তারপর ছোটো একটা হর্ন: যখন এই হর্ন বাজবে, তখন বুঝবেন চালক ইঞ্জিন চালু করার আগে ব্রেক পাইপ সিস্টেম সেট করার জন্য গার্ডকে সংকেত দিচ্ছেন।

৮. দুটি ছোটো ও একটি লম্বা হর্ণ: যখন কোনো যাত্রী ট্রেনের চেন টানে বা গার্ড ভ্যাকিউম ব্রেক টানে তখন এই হর্ন বাজে।

৯. দুটি লম্বা ও একটি ছোটো হর্ন: ট্রেন ট্র্যাক বদলানোর জন্য এই হর্ন বজায়।

১০. একটানা বাজতে থাকা হর্ন: যেই স্টেশনে এই হর্ন বাজে তার অর্থ ওই স্টেশনে ট্রেনটি থামবে না।

১১. ছয়বার ছোটো হর্ন: যখন ট্রেন কোনো সমস্যায় ফেঁসে যায় তখন ড্রাইভার এই হর্ন বজায়।