সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টুডেন্ট ক্রেডিট কা’র্ডে’র প্রা’য় ১০,০০০ আবেদন বা’তি’ল! ক্ষু’দ্ধ নবান্ন

রাজের পড়ুয়াদের সুবিধার্থে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তবে উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রায় ক্রেডিট কার্ডের জন্য পড়ুয়াদের 25% আবেদন ইতিমধ্যেই বাতিল এবং ফেরত দিয়ে পাঠিয়েছে একাধিক ব্যাংক। এই খবরে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকার।

গত 8 অক্টোবর পর্যন্ত প্রায় 2 হাজার 300 জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। পুজোর ছুটি থাকলেও অবশ্য কাজ বন্ধ থাকেনি। তাই গত কয়েকদিনে সংখ্যাটা সামান্য বাড়তে পারে। এদিকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদনকারীর সংখ্যা এক লক্ষ কুড়ি হাজার ছাড়িয়ে গিয়েছে। উচ্চশিক্ষা দপ্তর পড়ুয়াদের সব তথ্য যাচাই করে ব্যাংকে পাঠিয়েছিল অনুমোদনের জন্য। তবে তার পরেও ব্যাংকের তরফ থেকে আবেদনপত্র বাতিল করা হচ্ছে এবং ফেরত পাঠানো হচ্ছে।

এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রত্যেকটি জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেন। সেখানে একটি বিশেষ কমিটির নির্দেশ দেন তিনি। কি কারনে আবেদনপত্র বাতিল করা হচ্ছে এবং ফেরত পাঠানো হচ্ছে তা খতিয়ে দেখবে কমিটি। স্টুডেন্ট কার্ড নিয়ে রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়েক হাজার আবেদনপত্র মঞ্জুর করার কথা বললেও লোন অনুমোদন করেনি বলে জানিয়েছে নবান্ন।

ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমন আচরণ নিয়ে চিন্তিত নবান্ন। কালী পূজার পরে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হওয়ার কথা আছে। তবে এখনো তা হয়ে ওঠেনি। এই ব্যাংকের মাধ্যমে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। তাই যত তাড়াতাড়ি সম্ভব সব দিক খতিয়ে দেখে কাজ শুরু করে দিতে চায় নবান্ন।