সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বেচ্ছায় অ’ন্তঃ’স’ত্ত্বা হলে গ’র্ভ’পা’ত করার অনুমতি পাওয়া দরকার অবিবাহিতাদের: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট এবার অবিবাহিতাদেরও গ’র্ভ’পা’তে’র অনুমতি দেওয়ার পক্ষে রায় দিল। মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি ল অনুযায়ী, কুড়ি সপ্তাহ পেরিয়ে গেলে আর গ’র্ভ’পা’তে’র অনুমতি পাবেন না অবিবাহিতারা।

শীর্ষ আদালত এই আইনে একজন মহিলার ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে বলেই মত দিয়েছে। গত ২১ জুলাই এক অবিবাহিতা মহিলাকে ২৪ সপ্তাহ সময় হয়ে যাওয়া সত্বেও গ’র্ভ’পা’তে’র অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।

এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং জেবি পারদিওয়ালা জানিয়েছেন, এই আইন পর্যালোচনা করতে হবে, যেন অবিবাহিতারা ২৪ সপ্তাহ পর্যন্ত গ’র্ভ’পা’তে’র অনুমতি পান। সাম্প্রতিককালে চিকিৎসাশাস্ত্রে অনেক উন্নতি হয়েছে। ফলে গ’র্ভ’পা’ত করতে ঝুঁকি অনেকটাই কমেছে।

আরো পড়ুন: বীমার টা’কা’য় ঋণ মে’টা’নো’র জন্য স্ত্রীকে হ’ত্যা করলো যুবক! বু’দ্ধি দিয়েছে ইন্টারনেট

সেই প্রসঙ্গে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, চিকিৎসকেরা যদি অনুমতি দেন, তাহলে অবিবাহিতা মহিলারা কেন ২৪ সপ্তাহ পর্যন্ত গ’র্ভ’পা’ত করাতে পারবেন না?

উত্তর প্রসঙ্গে জানানো হয়েছে, গ’র্ভ’পা’ত করতে যদি ঝুঁকি থাকে, তাহলে সেটা বিবাহিত এবং অবিবাহিত উভয়েরই হতে পারে। তাই বিচারব্যবস্থায় প্রগতিশীল মানসিকতার পরিচয় দিয়ে আইন পালটানো দরকার।