সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ি বসেই পে’য়ে যা’ন ওষুধ, ডেলিভারি দে’বে Flipkart, ল’ঞ্চ হ’লো Application

ফ্লিপকার্টের হাত ধরে এবার ঔষুধ পৌঁছে যাবে মানুষের বাড়িতে। ইতিমধ্যেই এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে ফ্লিপকার্ট, যার ফলে তারা এবার একটি নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে, যার নাম দেওয়া হবে ফ্লিপকার্ট হেল্থ প্লাস। যেকোনো ঔষুধ এখন খুব সহজেই আপনি পেয়ে যাবেন ফ্লিপকার্টের হাত ধরে।

তাদের তরফ থেকে জানানো হয়েছে দেশের মধ্যে মোট ২০,০০০ পিন কোডে পাওয়া যাবে ঔষুধ। এর আগে অন্যান্য ওষুধ ডেলিভারী অ্যাপ বাজারে এসেছে, কিন্তু ফ্লিপকার্টের মতো একটি জায়েন্ট যখন এই দিকে নজর দিয়েছে তাহলে তো বাকিদের দারুন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে।

গত বছর নভেম্বর মাসের যদি কথা বলা যায়, তাহলে তারা Sastasundar.com- কে কিন্তু একেবারে পুরোপুরিভাবে অধিগ্রহণ করেছে। দারুন ভাবে বলল এনেছে ইন্টারফেসে।

আরো পড়ুন: টা’কা নিয়ে বি’বা’দে’র জে’র, প্র’কা’শ্যে ছেলের গায়ে আ’গু’ন ধ’রি’য়ে দিলো বাবা, রইলো ভিডিও

ইউজার ফ্রেন্ডলি গড়ে তোলার জন্য দারুণ বদল করেছে তারা।যাতে সাধারণ মানুষের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। এই নতুন অ্যাপের সাথে নাকি রয়েছে ৫০০ টির বেশী ইনডেপেনডেন্ট সেলর।

সবার সাথে টাই আপ করে তারা বাজারে নেমেছে। আগামীতে আরও বাকি দোকানদের সাথেও টাই আপ করবে বলেও জানা গেছে। তাছাড়া প্রতিটি দোকানে রয়েছে রেজিস্টার ফার্মাসিস্ট। তাই নিয়ম মেনেই বিক্রি করা হয় ঔষুধ।

সরকারি নিয়ম কানুনের আওতায় থেকেই সমস্ত নির্দেশ মেনেই কাজ করা হয়। ফ্লিপকার্টের নিজস্ব কুরিয়ার সার্ভিস দোকান গুলো থেকে ঔষুধ নিয়ে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছে যাবে।

এই ফ্লিপকার্ট হেল্থ প্লাস নিয়ে এবিষয়ে বিস্তারিত জানার জন্য এর চিফ এগজ়িকিউটিভ অফিসার প্রশান্ত জাভেরি , আসলে করোনার পরের থেকেই মানুষের ওষুধের প্রয়োজন বেশী বৃদ্ধি পেয়েছে। তাদের এই চাহিদা মেটাতে ও সুরক্ষিত ভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ।