সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম সেনার হেলিকপ্টার পাইলট হিসেবে নি’যু’ক্ত হলেন মহিলা, জানুন তার পরিচয়

আজ থেকে প্রায় 38 বছর আগে ভারতীয় সেনা বাহিনীতে মহিলাদের আধিকারিক হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। তবে এই প্রথমবার আর্মি এভিয়েশন কর্পসে হেলিকপ্টার পাইলট হিসেবে যোগ দিলেন কোনো মহিলা।

তার নাম ক্যাপ্টেন অভিলাষা বরাক। মহারাষ্ট্রের নাসিকে কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুলে এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। তারপর তাকে সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলট হিসেবে নিয়োগ করা হলো।

হরিয়ানার বাসিন্দা অভিলাষের বাবা ছিলেন সেনার কর্নেল। 2018 সালের সেপ্টেম্বর মাসে আর্মি এয়ার ডিফেন্স কর্পসে নিযুক্ত হয়েছিলেন তিনি। ছত্রিশ জন আর্মি পাইলটের সঙ্গে উইংস পদক পেয়েছেন।

আরো পড়ুন: সাধারণ মানুষকে স্ব’স্তি দিয়ে ব’ড়ো ঘোষণা কেন্দ্রের, এবার এটারও দাম ক’ম’তে চলেছে!

ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌবাহিনীতে মহিলা আধিকারিকেরা হেলিকপ্টার চালিয়েছেন। 2021 সালে সেনার তরফ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মহিলারা কেবল গ্রাউন্ড ডিউটিতে থাকতেন। এবার তারা সেনার পাইলট হিসেবে কাজ করতে পারবেন।

1990 সাল থেকে কেবলমাত্র আধিকারিক হিসেবে ভারতীয় সেনাবাহিনীর তিনটি শাখায় কাজ করার সুযোগ পেয়েছিলেন মহিলারা। গতবছর ইন্ডিয়ান নেভি প্রথম চারজন মহিলা আধিকারিককে যুদ্ধজাহাজে মোতায়েন করার সিদ্ধান্ত নেয়।

2021 সালের মে মাসে আর্মি প্রথম মহিলাদের মিলিটারি পুলিশ হিসেবে নিয়োগ শুরু করে। এবার ভারতীয় মহিলা সেনারা পাইলট হিসেবেও দায়িত্ব পাবেন।