সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামীকাল কি প্রথমবার লক্ষ্মীপুজো করবেন? জানুন পুজোর জ’ন্য কি কি প্রয়োজন

প্রতিটা হিন্দু ধর্মের গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর উপাসনা করা অত্যন্ত শুভ। তাই সংসারের অভাব অনটন দুর করতে, সংসারে সম্পদ ও সৌভাগ্য ফিরিয়ে আনতে ঘরেতে মা লক্ষ্মীর প্রতিষ্ঠা করা ভীষন ভাবেই উচিত বলে মনে করা হয়। আর সেই কারণের এই কোজাগরী লক্ষ্মী পূজার তিথিতে অধিকাংশ বাড়িতেই মা লক্ষ্মীর উপাসনা হয় এই দিন।

বাড়ির লক্ষ্মী অর্থাৎ মেয়ে ও বৌমা রা অনেকেই বামুন না দিয়ে নিজেই মনের মত করে পূজো করে থাকেন। কিন্তু যারা এই বছরই প্রথম করতে চলেছেন তাঁরা জেনে নিন একটা লক্ষ্মীপুজো করতে কি কি লাগে।

কোজাগরী লক্ষ্মী পূজা করতে অবশ্যই সিঁদুর, অধিবাস ডালা, তিল, হরিতকী, ঘট, একসরা, আতপ চাল একটি ধানের শিষ ও শীষওয়ালা ডাব লাগে। এছা়ড়াও প্রয়োজন ১টি ঘটের গামছা, ১টি কুণ্ডহাঁড়ি, ১টি তেকাঠি, ১টি দর্পণ, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, ৪টি তীর, পুষ্প, দুর্বা। তবে আরো অনেক জিনিস এই পুজোয় দরকার যার সব কিছুই পূরহিতে লিস্ট করে দেন।

যেমন ৩টি আসনাঙ্গুরীয়ক
মধুপর্কের ৩টি বাটি
দই
মধু
গব্যঘৃত
চিনি
৩টি নৈবেদ্য
১টি কুচা নৈবেদ্য
লক্ষ্মীর শাড়ি
নারায়ণের ধুতি
পেচক পুজোর ধুতি

আরো পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ব’কে’য়া DA মে’টা’তে হবে কেন্দ্রীয় সরকারকেই, দা’বি রবীন্দ্রনাথ ঘোষের

লোহা, শঙ্খ, সিঁদুরচুবড়ি
বালি, কাঠ
খোড়কে
ঘি এক পোয়া
হোমের বেলপাতা ২৮টি
ভোগের রান্নার জিনিস
কর্পুর

আরো পড়ুন: ভারতীয় কোস্ট গার্ডের হা’তে ৫০ কেজি মা’দ’ক সহ ৬ জন পাকিস্তানি আ’ট’ক

চিঁড়ে
নারকেল, পান
চানের মশলা
১টি থালা
২টি ঘটি,
১টি ফুলের মালা
১টি চন্দ্রমালা এবং পূর্ণপাত্র।
এই সব কিছু লাগে।

এই সব কিছু দিয়ে নিষ্ঠা ভরে মা কে ডাকলে মা কখনো ফেরান না। বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও অনেকই আছেন যারা পুরোহিত দিয়েই পূজো করান। পূজো শেষে লক্ষ্মীর পাঁচালী পরে এই পূজো সমাপ্ত হয়।