সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Infinix Note 12 Pro-র বি’ক্রি শু’রু হলো, পাওয়া যাচ্ছে বি’শা’ল ডিসকাউন্ট

Infinix Note 12 Pro যার বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে। তুলনামূলক কম দামের ফোন দারুন ভাবে আকর্ষিত করেছে ভারতের গ্রাহকদের, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় রয়েছে এর মধ্যে। আজ পহেলা সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হওয়ার কথা ছিল, ঠিক সেই কথা মতই বিক্রি শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্টে।

এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে যদি বলতে হয় তাহলে দেখা যাবে MediaTek Helio G99 চিপসেট, 8 GB RAM ও 5,000 mAh ব্যাটারি, সাথে ৩৩ ওয়াটের চার্জার, কোম্পানির কাছে নোট ১২ সিরিজের একটি তৃতীয় ফোন। প্রথম দুটো দারুণভাবে জনপ্রিয় লাভ করায় তৃতীয় ফোনটি বাজারে লঞ্চ করল তারা।

এই ফোনের 8 GB RAM + 256 GB স্টোরেজে সহ দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। আজ ১২ টা থেকেই বিক্রি শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্টে, যারা এই ফোন ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনবে তাদের ১৫০০ টাকা ছাড় দেওয়া হবে সাথে আবার ৫০০ টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

আরো পড়ুন: গণেশ চতুর্থীতে নতুন সং’ক’ল্প জনপ্রিয় জু’টি শোভন-বৈশাখীর, ছ’বি রীতিমতো হি’ট

মোট তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন সাদা, নীল , ধূসর। এই ফোনের কানেক্টিভিটির কথা বললে যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলি হল কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5, NFC, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।

এই ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে থাকছে 2 MP ডেপ্ত সেন্সর ও একটি AI লেন্স। সাথে ২ টিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাও থাকছে। এই ফোনের সবথেকে আকর্ষনীয় ব্যাপার হল এই Infinix Note 12 Pro -তে থাকছে 5,000 mAh ব্যাটারি সাথে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট।‌