Home অফবিট প্রাক্তণ প্রেমিক-প্রেমিকার জন্য বি’র’ক্ত? তাদের না’মে আরশোলার নামকরণ করার সুবর্ণ সু’যো’গ!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাক্তণ প্রেমিক-প্রেমিকার জন্য বি’র’ক্ত? তাদের না’মে আরশোলার নামকরণ করার সুবর্ণ সু’যো’গ!

টিকটিকি হোক অথবা আরশোলা, প্রজাপতি ছাড়া বোধহয় সব কিছুকেই ভয় পায় মেয়েরা। তবে আরশোলাকে ভয় পান এমন মানুষ খুব কম দেখা যাবে আমাদের এই পৃথিবীতে। হঠাৎ করে উড়ে এসে গায়ে বসলে সত্যি ঘেন্না করে। তবে কানাডার একটি চিড়িয়াখানা এবার নিয়ে এসেছে একটি দারুণ সুযোগ।

সামনেই ভ্যালেন্টাইন্স ডে আর ঐদিন টরেন্টও চিড়িয়াখানায় আরশোলার নামকরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনার মনে হতে পারে এ আবার কেমন কর্মসূচি। তবে সত্যিই এমন কর্মসূচি হতে চলেছে কানাডায়।

এই কর্মসূচির অধীনে চিড়িয়াখানায় ঘুরতে আসা লোকজন নিজের অপছন্দের ব্যক্তির নামে আরশোলার নাম রাখতে পারেন। ওই ব্যক্তি যে কোন ব্যক্তি হতে পারেন। আপনি আপনার পরিবারের কোনো সদস্য বা প্রাক্তনের নামে নামকরণ করতে পারেন আরশোলার।

আরো খবর: ছবিতে মায়ের সঙ্গে এই দুই মেয়ে কা’রা কা’রা? বলিউডে করেছেন রাজ! দেখুন চিনলেন কি না

এই নামকরণ করতে আপনাকে খরচ করতে হবে ২৫ ডলার। ইতিমধ্যে চিড়িয়াখানার তরফ থেকে একটি টুইট করে বলা হয়েছে, আপনার জীবনে যদি কেউ থাকেন যার জ্বালায় আপনি অতিষ্ঠ তাহলে এখনই আসুন এবং আরশোলার নামকরণ করুন তার নামে। নামকরণের প্রক্রিয়া হবে অনলাইনে।

নেট মাধ্যমিক টাকা জমা দিয়ে আরশোলার কি নাম রাখতে হবে তা জানিয়ে দিতে হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হবে ডিজিটাল সার্টিফিকেট এবং ডিজিটাল গ্রাফিক।

চিড়িয়াখানার এই অভিনব উদ্যোগ শুনে একজন লিখেছেন, আমার প্রেমিকা ভ্যালেন্টাইনস ডে আমায় ছেড়ে চলে যায়। এটি আমার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। তবে অন্য একজন লিখেছেন, এই আচরণ বড়ই নিষ্ঠুর। কোন প্রাণীকেই এভাবে ছোট করা উচিত নয়।