সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’স্ম’য়’ক’র ভিডিও প্র’কা’শ্যে, বৃহস্পতির উত্তর মেরুতে খোঁ’জ মি’ল’লো পিৎজার টু’ক’রো!

মহাকাশের Milky Way Galaxy-র সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি (Jupiter)। সেই গ্রহে নাসার Juno mission চালু রয়েছে। আর সম্প্রতি সেখানে মার্কিন স্পেস এজেন্সি ‘পেপেরোনি’ ঝড় দেখতে পেয়েছেন। আর সাথে সাথে সেই ছবিও প্রকাশ্যে এসেছে। নামের সাথে এই ছবিরও অদ্ভুত মিল রয়েছে, এটি দেখতে একদম পিৎজার মতো।

নাসা তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে বৃহস্পতি গ্রহের উত্তর মেরুর এই পেপেরোনি স্টর্ম এর একটা ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন। আর তা একঝলক দেখেই মনে হবে কেউ যেন এক টুকরো পেপেরোনি পিৎজা সাজিয়ে দিয়েছে। আর নাসার বিজ্ঞানীরা মজা করে এও বলেছেন, আসল পিৎজার মতো বৃহস্পতি গ্রহের উপর যেন পিৎজার টপিং দেওয়া হয়েছে।

শেয়ার হওয়া ছবির লাল এবং হলুদ রঙের আভায় বৃহস্পতি গ্রহের উত্তর মেরুর ঝড়ের তীব্রতা বোঝা গিয়েছে। নাসার তরফে জানানো হয়েছে যে ওই ছবি তাদের সোলার সিস্টেম এক্সপ্লোরেশন মিশন জুনোতে থাকা জোভিয়ান ইনফ্রারেড অরোরাল ম্যাপার (JIRAM) ইন্সট্রুমেন্টের মাধ্যমে পাওয়া ডেটা থেকে পাওয়া গিয়েছে।

আরো পড়ুন: তুরস্ক দেশের না’ম ব’দ’লে গেলো, নতুন নাম ঘো’ষ’ণা সেদেশের প্রেসিডেন্টের

নাসার শেয়ার করা ইন্সটাগ্রাম ভিডিয়োতে এই দুই রঙের সঙ্গে ঝড়ের সম্পর্ক প্রসঙ্গে নাসা কর্তৃপক্ষ জানিয়েছেন আসলে এটা বৃহস্পতি গ্রহের উত্তর মেরুর একটি ইনফ্রারেড ইমেজ। আর সেই জন্যই এই রঙের খেলা দেখা গিয়েছে ওই ছবিতে।

তাদের কথায়, ছবিতে হলুদ অংশগুলো হল বৃহস্পতির বায়ুমণ্ডলের গভীর এবং উষ্ণ এলাকা। আর লালচে রঙের এলাকাগুলো হল বৃহস্পতির বায়ুমণ্ডলের উচ্চতর অংশ এবং তুলনায় শীতল অঞ্চল। সূত্রের খবর বৃহস্পতির উপর দিয়ে নাসার জুনো মিশনের চতুর্থ পাসের সময় ২০১৭ সালে ২ ফেব্রুয়ারি এই ছবি তোলা হয়েছিল।

আর গত ১০ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল পিৎজা ডে’- তে এই ছবি নাসা র পক্ষ থেকে নেট দুনিয়ায় শেয়ার করা হয়। ইতিমধ্যে ১৪ সেকেন্ডের এই ভিডিওতে সাত লক্ষেরও বেশি ভিউ হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে এই বিরল দৃশ্যটি এখন নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল।