সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যুব তৃণমূল সভাপতির প’দ থে’কে ইস্তফা দিলেন অভিষেক, নতুন সভাপতি সায়নী ঘোষ

মমতা বন্দোপাধ্যায়ের নতুন সরকার গঠন কালে তৃণমূল দলে শুরু হয়েছে এক ব্যক্তি এক পদ নীতি। যে কারণে যুব তৃণমূল সভাপতির পদ ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বদলে এই পদের দায়িত্ব পেলেন তৃণমূলের নবাগতা সদস্যা সায়নী ঘোষ। ২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই পদ থেকে সরিয়ে দিয়েছে দলীয় সংগঠন।

তৃণমূল দলের অভ্যন্তর সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও বড় কোনো সাংগঠনিক পদে বহাল করার জন্যেই তৃণমূলের যুব সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। দলের সাংগঠনিক রদবদলের জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে শনিবার তৃণমূলের তরফে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে মমতা সরকার।

তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হিসেবে মনোনীত করেছে তৃণমূল শিবির। এ দিনের বৈঠকে দলের তরফ থেকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করে জানানো হয়েছে যে দলের মন্ত্রীরা জেলা সভাপতি পদে থাকতে পারবেন না। এছাড়াও মন্ত্রীদের গাড়িতে লাল বাতি জ্বালানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুধু তাই নয়, এবার থেকে মন্ত্রীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরেও নজর রাখবে সংগঠন। দলের মন্ত্রীরা যা খুশি তাই পোস্ট করতে পারবেন না সোশ্যাল মিডিয়ায়। এমনকি দল নিয়ে কথা বলার জন্য লাইভে আসার উপরেও বিধি-নিষেধ চাপানো হয়েছে।