সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য ভা’লো খবর, আজ এই কাজটি করলেই ৪,৫০০ টাকা লাভ হবে

কেন্দ্রের মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারীরার সন্তানদের শিক্ষার জন্য ভাতা দেন। যা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রতি মাসে প্রায় ২,২৫০ টাকা। কিন্তু গত বছর থেকে করোনা মহামারীর কারণে স্কুলগুলি বন্ধ রয়েছে। যার কারণে কেন্দ্রীয় কর্মীরা CEA দাবি করতে পারেননি।

এবার এর শেষ তারিখ বাড়ানো হয়েছে। যে কারণে এই সময়সীমার মধ্যেই CEA দাবি করতে হবে কর্মচারীদের। এই দাবি করার জন্য কেন্দ্রীয় কর্মচারীদের তাঁদের সন্তানের স্কুল সার্টিফিকেট জমা দিতে হবে এবং ক্লেম ডকুমেন্টস জমা দিতে হবে।

বিদ্যালয় থেকে প্রাপ্ত নথিতে লেখা থাকবে যে শিশুটি তাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এর সাথে যে একাডেমিক ক্যালেন্ডারে পড়াশোনা চলছে তাও উল্লেখ করা থাকবে। CEA দাবির জন্য, সন্তানের রিপোর্ট কার্ড, নিজের সইয়ের কপি এবং ফি রসিদও সংযুক্ত করতে হবে।

আরো পড়ুন: শনিবার শুরু হ’চ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কি কি নিয়ম মা’না বাধ্যতামূলক জেনে নিন

বর্তমানে দু’টি একাডেমিক ক্যালেন্ডার অনুসারে, একটি শিশুকে ৪,৫০০ টাকা দিতে হবে। যদি কোনো কর্মচারী এখনও মার্চ ২০২০ এবং মার্চ ২০২১-এর জন্য এই ভাতা দাবি না করে থাকেন তবে তাঁরা এটি দ্রুততার সাথে দাবি করতে পারেন। এমতাবস্থায় তাঁদের বেতনে যোগ হবে ৪৫০০ টাকা।