সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য সরকারি কর্মীদের ব’কে’য়া DA মে’টা’তে হবে কেন্দ্রীয় সরকারকেই, দা’বি রবীন্দ্রনাথ ঘোষের

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা মেটানোর দায় নাকি কেন্দ্রের। এমনটাই জানালো কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি কারণ হিসেবে বলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা জি এস টি সহ বিভিন্ন কর তুলে দেন কেন্দ্রের হাতে। তাই তারাই রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ্য ভাতা মেটাবেন। এই কথার পর বিজেপি স্বাভাবিক ভাবে চুপ করে থাকে নি।

গেরুয়া শিবির প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করেই বলেছেন, ওর মাথা খারাপ আছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ এখনও মেটায় নি রাজ্য সরকার। যেটা নিয়েই চলছে আন্দোলন, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে বকেয়া ডিএ মেটাবে রাজ্য সরকার। কিন্তু এখানেই এবার রবি ঘোষ বললেন রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ নাকি মেটাবে কেন্দ্র।

যা নিয়ে স্বাভাবিক ভাবেই কটাক্ষের বন্যা শুরু হয়েছে সর্বত্র। রবি ঘোষ সাংবাদিকদের বলেছেন, জি এস টি সহ বিভিন্ন কর তুলে দেওয়া হয় কেন্দ্রের হাতে। সেগুলো রাজ্য সরকারি কর্মীরাই তুলে দেন। তাই কেন্দ্র কেন শুধু কেন্দ্রীয় কর্মীদের ডি এ দেবেন/ রাজ্যের কর্মীদেরও ডি এ দিতে হবে কেন্দ্রেরই। নয়ত কেনই বা রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের হাতে ট্যাক্স তুলে দেবে।

আরো পড়ুন: ভারতীয় কোস্ট গার্ডের হা’তে ৫০ কেজি মা’দ’ক সহ ৬ জন পাকিস্তানি আ’ট’ক

তবে এই নিয়ে বিজেপি মুখ খুলেছে। তারা বলেন, রবিবাবুদের আগের থেকেই এই স্বভাব সংবিধানের পরিপন্থি কথা বলা। এটা তাদের মনে রাখা উচিৎ কেন্দ্রীয় সরকার যে ট্যাক্স তুলে নিয়ে যায়, সেটা আবার সঠিক সময়ে রাজ্যকে ফেরত দেয়। রবিবাবুদের এই সব করা ছাড়া আর কোনো পথ খোলা নেই সামনে, তাই দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না।