সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিউআর কোড জা’লি’য়া’তি’র প’র্দা ফাঁ’স ক’র’ল বাঁকুড়া পুলিশ! গ্রে’প্তা’র ১

কিউআর কোড জা'লি'য়া'তি'র প'র্দা ফাঁ'স ক'র'ল বাঁকুড়া পুলিশ! গ্রে'প্তা'র ১

e-wallet জালিয়াতির কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি কিউআর কোড জালিয়াতির পর্দা ফাঁস করল বাঁকুড়া পুলিশ। কিউআর কোড জালিয়াতির মাস্টারমাইন্ড সিম কার্ড এর ডিলারকে গ্রেফতার করতে পেরেছে বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়ার একটি গ্রামের পুকুরে ফেলে দেওয়া হয়েছিল একটি সিমকার্ড। সেই কার্ডের সূত্র ধরে বাঁকুড়া পুলিশ তদন্তে নেমে ছিলেন এবং সোমবার এই চক্রের একটি বড়সড় মাথাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, প্রধান অভিযুক্ত ব্যক্তির নাম সব্যসাচী কুন্ডু এবং অভিযুক্ত ডিলারের নাম বাপি গড়াই। সব্যসাচীকে আররা গ্রাম থেকে এবং বাপিকে বাঁকুড়া গঙ্গাজলঘাটি থেকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তবে ধৃতের সঙ্গে জালিয়াত অভিষেক মন্ডলের কোন যোগ নেই বলেই জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা।

সব্যসাচী নিজে একটি আলাদা সিন্ডিকেট চালাত। এই চক্র কতদূর জাল বিস্তার করতে পেরেছে তার খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ সুপার জানিয়েছেন, জেলায় আরো সিন্ডিকেট আছে কিনা তা ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই অভিযুক্ত সাদামাটা একজন গ্রাম্য পরিবারের ছেলে। বাবার একটি চায়ের দোকান রয়েছে। e-wallet জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হওয়া অভিষেক মন্ডল এর কায়দায় অনলাইনে প্রতারণা করার ফাঁদ পেতেছিল সব্যসাচী। অভিযুক্তের জালিয়াতি কারবারের মূল হাতিয়ার ছিল কিউ আর কোড। ভুয়া তথ্য দিয়ে সিম এক্টিভেট করে কিউআর কোড তৈরি করত সব্যসাচী।

তদন্তে নেমে অভিযুক্তের কাছ থেকে ৫৭ টি কিউ আর কোড উদ্ধার করতে পেরেছে পুলিশ। কোন ব্যবসায়ী না হয়েও কিভাবে একসাথে এত মার্চেন্ট কিউআর কোর্ড অভিযুক্ত পেল, তা নিয়ে জেরা করতে শুরু করেছে পুলিশ। পাশাপাশি সব্যসাচীর কাছ থেকে পাওয়া গেছে ভুয়ো তথ্য দিয়ে এক্টিভেট করা প্রায় তিন হাজার সিম কার্ড, ভুয়ো আধার কার্ড, কম্পিউটার এবং পেনড্রাইভ উদ্ধার করতে পেরেছে পুলিশ। একই ব্যক্তির ছবি বারবার ব্যবহার করে অনেকগুলি আধার কার্ড তৈরি করেছে সব্যসাচী। বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামে কিভাবে এই রকম একটি জালিয়াতি চক্র তৈরি হয়ে গেল, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন।