সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চমীতে কলকাতায় আ’স’তে পারেন অমিত শাহ, করবেন পুজোর উদ্বোধন

মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরেই দেবীপক্ষের সূচনা। বাঙালি উৎসবে মাততে তৈরি হয়ে পড়েছে কারণ বাঙালি সবথেকে বড় উৎসব দুর্গোৎসব আসছে। যাকে এ বছর ইউনেস্কোও হেরিটেজ তকমা দিয়েছে। এবার সেই পুজোর আগেই আরো এক নয়া চমক রইল কলকাতাবাসীদের জন্য। জানা গিয়েছে বড় পুজোর উদ্বোধনে আসছে চলেছেন বিজেপির নেতা অমিত শাহ।

বিগত তিন বছর বাদে ফের আসতে চলেছেন তিনি। তবে এবারে সন্তোষ মিত্র স্কয়ার সহ আরো একাধিক পুজো উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। তাই পঞ্চমী তিথি এক অন্য মাত্রা পেতে চলেছে বলে মনে করছেন অনেকেই। কলকাতার বড় পুজো গুলির মধ্যে অন্যতম হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এবছর তাদের থিম আজাদী কা অমৃত মহোৎসব কারণ সদ্য আমরা ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করেছি।

এই পুজোর অন্যতম বড় কর্তা হলেন বিজেপি নেতা সজল ঘোষ। যিনি ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বটে। তিনি পুজো উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছেন অমিত শাহকে এবং জানা গিয়েছে তিনি সেই আমন্ত্রণের ডাকে সাড়াও দিয়েছেন। তবে এখনো সঠিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি। সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের কয়েকটি পুজো ছাড়াও তিনি যাবেন ইজেডসিসিতে।

এটি তাদের তৃতীয় বছরের পুজো। শুরু হয়েছিল ২০২০ সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন। এ বছর সেখানে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তবে পুজোর উদ্বোধনে অমিত শাহের আসাকে বিরোধীরা মোটেও সহজ ভাবে নিতে পারছেন না।