সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমবয়সীর স’ঙ্গে ভালোবাসার স’ম্প’র্কে জড়িয়েছেন? কি কি চ্যালেঞ্জ আসবে জী’ব’নে জানুন

সমবয়সী প্রেম ভালো নাকি অসমবয়সী প্রেম ভালো? একেকজনের একেক রকম মত থাকে। কেউ মনে করেন সমবয়সী প্রেমের তুলনায় অসমবয়সী প্রেম বেশি কার্যকরী।

প্রেমিক এবং প্রেমিকার মধ্যে বয়সের ব্যবধান থাকলে সম্পর্ক ঠিকমত চলতে পারে বলে মনে করেন অনেকেই। বিশেষত দুটি মানুষের মধ্যে পুরুষের বয়স বেশি থাকা দরকার বলে মনে করে সমাজ।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই প্রেমের ক্ষেত্রে বয়সের অংকটাকে হিসেবের আওতায় না রাখলেও চলে। সমবয়সী প্রেমেরও বেশ কিছু সুবিধা রয়েছে। এক্ষেত্রে দুটি মানুষ একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারেন।

আরো পড়ুন: বি’চ্ছে’দে’র পর নতুন কাউকে খুঁ’জে পে’তে মন পাগল তিয়াশার! বি’য়ে ভা’ঙা’র পর কি করছেন পর্দার কৃষ্ণকলি?

ফলে তাদের মধ্যে ভালোবাসা বেড়ে যায়। তারা সাধারণত একভাবে চিন্তা করেন। ফলে সমস্যা দেখা দেয় না। অন্যদিকে সমবয়সীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভালো হয়।

বয়সের ফারাক থাকলে একটা অদৃশ্য দূরত্ব কাজ করে দুজনের মধ্যে। এই বাধা সহজে মিটিয়ে ফেলা যায়। তাই সমবয়সী প্রেমে এই সুবিধা রয়েছে।

সমবয়সী মানুষের জীবন সংগ্রামের রাস্তা একই রকমের হয়। দুজনে কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতে বা চাকরি ক্ষেত্রে একই রকমের স্তরে বিরাজ করেন। ফলে একে অপরের সুযোগ-সুবিধা বুঝতে পারেন।

এবার সমবয়সি মানুষেরা একে অপরের খুব ভালো বন্ধু হন। এরা একে অপরকে সহজে বুঝে উঠতে পারেন যার ফলে অনেক গুরুতর সমস্যার সহজ সমাধান হয়। তবে এদের জীবন হয় অত্যন্ত কঠিন। নিজের পায়ে দাঁড়াতে গেলে কিছুটা সময় দিতে হয়।

ছেলেদের এক্ষেত্রে তেমন সমস্যা থাকে না। তবে মেয়েদের পরিবারের তরফ থেকে বিয়ের চাপ আসতে থাকে। সমাজে এখনো মনে করে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া উচিত। বিভিন্ন গবেষণা বলছে সমবয়সী প্রেম-বিয়েতে সংসার সুখের হয়।