সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যেন সূর্য দেবের অভিশা’প! কৃত্রিম উপগ্রহগুলো ধে’য়ে আ’স’ছে পৃথিবীর বু’কে

সারা পৃথিবীর উৎস হলো সূর্য। সূর্যকে বিভিন্ন ধর্মে দেবতা হিসেবে পূজা করা হয়। তবে সূর্যের অস্বাভাবিক আচরণের ফলে পৃথিবীর উপর অশনি সংকেত নেমে আসতে পারে। নষ্ট হয়ে যেতে পারে পৃথিবীকে প্রদক্ষিণকারী সমস্ত কৃত্রিম উপগ্রহ।

গতি হারিয়ে এই স্যাটেলাইটগুলো পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। তা যদি হয় তাহলে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে মানব সভ্যতা। ইউরোপীয়র স্পেস এজেন্সির সোয়াম নক্ষত্রপুঞ্জের অপারেটররা প্রথম এই বিষয়টি লক্ষ্য করেন।

পৃথিবীকে প্রদক্ষিণকারী সকল কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে এই অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছে। পৃথিবীর কাছাকাছি যে উপগ্রহগুলি রয়েছে সেগুলিতে সর্বদা বায়ুমন্ডলের টান থাকে। সময়ের সঙ্গে সঙ্গে কৃত্রিম উপগ্রহ গতি হারিয়ে পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে ঢুকে পড়ে এবং পুড়ে ছাই হয়ে যায়।

আরো পড়ুন: কপিলের শো ছা’ড়া’র কারণ জানালেন বুয়া উপাসনা সিং, বললেন টাকাটাই কিন্তু স’ব নয়!

উপগ্রহগুলি প্রতি বছরে প্রায় আড়াই কিলোমিটার করে পৃথিবীর দিকে নেমে আসে। ২০২১ সালের ডিসেম্বর থেকে গত কয়েক মাসের মধ্যে প্রত্যেকটি উপগ্রহ কুড়ি কিলোমিটার পর্যন্ত নিচের দিকে নেমে এসেছে।

যা মহাকাশ বিজ্ঞানীদের কাছে রীতিমত উদ্বেগের বিষয়। বিজ্ঞানীরা মনে করছেন সৌর কার্যকলাপের উপর নির্ভর করে একটি উপগ্রহগুলি নিচের দিকে নেমে আসছে।

২০১৯ এ ডিসেম্বর মাসের শেষ হওয়ার আগে অস্বাভাবিক আচরণ করছিল সূর্য। বায়ুমন্ডলের উপরিভাগে এর স্পষ্ট প্রভাব পড়েছে। সূর্য কেমন কেন এরকম আচরণ করছে তা জানা যায়নি। তবে এরকম চলতে থাকলে পৃথিবীকে প্রদক্ষিণকারী সমস্ত কৃত্রিম উপগ্রহ নষ্ট হয়ে যাবে।