সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরুষদের বিশ্বকাপ পরিচালনার দা’য়ি’ত্ব এবার তিন মহিলার হা’তে, চিনে নিন তাদের

আর কয়েকটা দিন, তারপরে শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের আসর। এইসময় মেসি, নেইমার রোনাল্ডোদের সময় এবং এবারের সবথেকে চমকপ্রদ বিষয় হল প্রথম বাঁশি হাতে সবুজ মাঠে তিনজন মহিলা রেফারি। আপাতত এই তিনজন মহিলার রেফারির মধ্যে সবথেকে বেশি যাকে নিয়ে চর্চা হচ্ছে তিনি হলেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, যার বয়স ৩৬ বছর।

 

এর আগে ইয়োশিমি ২০১৯ সালে মহিলা বিশ্বকাপ এবং ২০২০ সালে টোকেও অলিম্পিকে ম্যাচ পরিচালনা করেছিলেন। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও তিনি ম্যাচ পরিচালনা করেছিলেন। এইবার এই মহিলা রেফারি পুরুষদের বিশ্বকাপে শাসন করতে চলেছেন। দ্বিতীয় যিনি এবারের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব রয়েছেন তিনি হলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্টের।

ইয়োশিমার মতোই স্টেফানি ২০১৯ সালের মহিলা বিশ্বকাপে ম্যাচ খেলেছিলেন। উয়েফা সুপার কাপের ফাইনালে বাঁশি হাতে রেফারির দায়িত্ব করতে দেখা গিয়েছিল তাকে। এই দুজনার মতো ২০২০ সালের টোকিও অলিম্পিকে রেফারের দায়িত্ব ছিলেন সালিমা মুকসানসাঙ্গার।

আরো পড়ুন: রাস্তায় ফেঁ’সে গে’ল এরোপ্লেন, এক ঝ’ল’ক দেখতে মানুষের হু’ড়ো’হু’ড়ি, ভিডিও ভাইরাল

সালিমা ২০১২ সাল থেকেই ফিফা রেফারির দায়িত্বে রয়েছেন তিনি। ২০২২ সালের আফ্রিকার নেশন কাপেও খেলিয়েছিলেন। এই তিন মহিলা বর্তমানে পুরুষদের বিশ্বকাপের মতো বড় ম্যাচে পরিচালনা করার দায়িত্ব পেয়ে খুবই খুশি। প্রত্যেকেই সহমত যে, বাঁশি হাতে তারা যে এই ম্যাচটা খেলাবেন সেটা তাদের কাছে বিরাট সম্মানের ব্যাপার।