সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রোবটের দেহে মানুষের মতো টিস্যু! নিজে থেকেই সারাবে ক্ষ’ত, বি’রা’ট আবিষ্কার জাপানী বিজ্ঞানীদের

বর্তমান প্রযুক্তির যুগে অনেক কাজই বাড়িতে বসে সম্ভব। যেটা বিগত কয়েক বছর আগে ভাবা যেত না। প্রযুক্তির মধ্যে অন্যতম একটি আবিষ্কার হল রোবট।

তবে জাপানি বিজ্ঞানীরা প্রযুক্তির দিক থেকে বরাবরই বেশ এগিয়ে । এবার রোবটের দেহে গজিয়ে উঠেছে মানুষের মতো ‘টিস্যু’। হ্যাঁ একদম ঠিক পড়ছেন।

জাপানের টোকিয়োর এক দল বিজ্ঞানী আবিষ্কার করলেন এই প্রযুক্তি। তবে শুধু এখানেই শেষ নয়, এই টিস্যু ও তৎসংলগ্ন ত্বক নাকি নিজে থেকেই ক্ষত সারিয়ে ফেলতে পারে।

আরো পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনকে ঘি’রে ব’ড়ো চমকের জন্য তৈ’রি বিজেপি, কাকে প্রার্থী করতে চা’ই’ছে গেরুয়া শিবির?

টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানীর এই সাম্প্রতিকতম গবেষণার কথা একটি বিজ্ঞানবিষয়ক পত্রিকায় প্রকাশ পেয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ো-হাইব্রিড নামক একটি পদ্ধতিতে তাঁরা তৈরি করেছেন অবিকল মানুষের মতো টিস্যু ও ত্বক।

এক ধরনের হালকা কোলাজেন ম্যাট্রিক্স, নাম— হাইড্রোজেল এই টিস্যু তৈরি করতে ব্যবহার করা হয়েছে। এই উপাদানটির ভিতর ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট নামক কোষের বিস্তার ঘটানো হয়। এই ধরনের টিস্যু অবিকল মানুষের মতো। চিকিৎসা শাস্ত্রে, এই ধরনের রোবট যুগান্তকারী হয়ে উঠবে।