সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড প’র্নে’র চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে বিশ্ব জু’ড়ে

নী’ল ছবির জগত সম্পর্কে অনেকেরই কৌতূহল থাকে। বলা যেতে পারে সে যেন এক আলাদা জগত। যদিও অধিকাংশ মানুষের এ জগত সম্পর্কে খুব একটা ধারণা নেই। কারণ এই জগত বা এই পেশাকে বোঝা যে কারোর কম্ম নয়। বর্তমানে করোনা আবহে সে দুনিয়াতে এখন কোভিড পর্নোগ্রাফির বিশেষ চাহিদা বেড়েছে।

চিন দেশই করোনা রোগের উৎপত্তিস্থল। চিন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান সহ বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বেশ কয়েকটি দেশের অবস্থা খুব খারাপ। এই অবস্থাতেও নীল ছবির নির্মাতারা থেমে নেই। করোনভাইরাস-কে বিষয় করে শুরু হয়ে গিয়েছে প্রাপ্তবয়স্ক ভিডিও তৈরি। অবশ্য এ জিনিস নতুন নয়। বিশ্বে যখন যা কিছু ঘটে তাকেই বিষয় হিসেবে খুঁজে নেয় এই প’র্ন’ফি’ল্ম বা নী’ল ছবির জগৎ।

অতিমারির মাঝে পড়ে মানুষ এখন অনেকটাই সচেতন হয়ে গিয়েছে। সেইসাথে মানুষের যৌ’ন চাহিদারও পরিবর্তন ঘটেছে। বিশ্বের জনপ্রিয় প’র্ন ওয়েবসাইটগুলির সার্চবারে করোনা লিখে সার্চ করার ঝোঁক তৈরি হয়েছে। আর সেই প্রবণতাকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোর খেলায় মেতেছে ব্লু ফিল্ম মেকাররা। একের পর এক ফিল্মে দেখানো হচ্ছে কোয়ারেন্টাইন অবস্থায় থাকা, করোনা প্রতিরোধে মুখে মাস্ক এবং রোগের বিস্তার রোধে অন্যান্য সুরক্ষা ব্যবস্থা ব্যবহারের দৃশ্য।

মানুষের মধ্যে এই প’র্ন’গ্রা’ফি দেখার চাহিদা বেড়েছে। প’র্ন’হা’বে’র তরফ থেকে খবর, প্রতিদিন ১ মিলিয়নবার তাদের ওয়েবসাইটে কোভিড লিখে সার্চ করা হয়েছে। অর্থাৎ এই থেকেই বোঝা যায় সমগ্র বিশ্বজুড়ে এই ধরনের প’র্ন তৈরির পরিমাণ বহুগুণ বাড়ছে। কার্টুন প’র্নো’গ্রা’ফি যাঁদের পছন্দ, তাদের মধ্যেও এই ধরনের প’র্ন দেখার চাহিদা বেড়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে আবার মনোবিজ্ঞানীরা বলছেন, আসলে মানুষের নিজেদের জীবনে বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে সেটাই নী’ল’ছ’বি’তে দেখতে চায়। তাই ক্রমশ মানুষের মধ্যে এই বিশেষ প’র্ন’গ্রা’ফি দেখার চাহিদা বেড়েছে।