সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’বা’র থে’কে হোয়াটস’অ্যাপেই বু’ক ক’রা যা’বে উবের! ব’ড়ো ঘো’ষ’ণা সং’স্থা’র

এবার থেকে হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে উবের! বড়ো ঘোষণা সংস্থার

উবেরের তরফ থেকে সম্প্রতি একটি বড় ঘোষণা করা হলো। অনলাইনে যারা উবের বুক করছেন, তারা এবার থেকে হোয়াটসঅ্যাপ মারফত গাড়ি বুক করে নিতে পারবেন। রাইড হেলিং সংস্থার তরফ থেকে খুব তাড়াতাড়ি এই পরিষেবা চালু করা হতে চলেছে। এই পরিষেবার উদ্দেশ্য হলো ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ মারফত সারা ভারতে উবের বুকিংয়ের সুযোগ প্রদান করা।

গ্রাহকদের সুবিধার্থে এবার ভারতে মেটা প্ল্যাটফর্ম মালিকানাধীন হোয়াটসঅ্যাপের 500 মিলিয়নেরও বেশি ইউজারকে গাড়ি বুকিং করতে বিশেষভাবে সাহায্য করবে উবের কর্তৃপক্ষ। ব্লগ পোস্টের মাধ্যমে উবেরের তরফ থেকে এই বিশেষ ঘোষণা করা হয়েছে। গত 8 বছরে ভারতে ব্যবসা করছে উবের। বর্তমানে মোট 70 টি শহরে এই ব্যবসা ছড়িয়ে পড়েছে।

এতদিন উবেরে গাড়ি বুক করার জন্য প্রথমে উবের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো। তারপর সেখান থেকে গাড়ি বুক করতে হতো। এখন থেকে আর সে সমস্ত ঝামেলা রাখা হচ্ছে না। উবের ইউজাররা রেজিস্ট্রেশন রাইট বুকিং এবং বুকিংয়ের রিসিপ পেয়ে যাবেন উবেরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে।

বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। এবার উবের হোয়াটসঅ্যাপকে নিজেদের সঙ্গী বানিয়ে ব্যবসা বাড়াতে চাইছে। খুব শীঘ্রই এই প্রক্রিয়া কার্যকর করা হবে বলে জানানো হয়েছে উবের কর্তৃপক্ষের তরফ থেকে। লখনৌয়ের পর দেশের বিভিন্ন রাজ্যের গ্রাহক এই সুবিধা ভোগ করতে পারবেন।