সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আসল খেলা মমতা শু’রু ক’রে’ছে’ন, তাই ও’না’র না’মে’ই হো’ক “খেলরত্ন” পুরস্কার: কুনাল

শুক্রবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার রেখেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই ঘোষণার পর থেকে কার্যত রাজনৈতিক মহল রীতিমতো উত্তাল হয়ে রয়েছে। কংগ্রেসের একাধিক নেতা কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এই নিয়ে সওয়াল জবাব চলছে নেট মাধ্যমে। তার মাঝেই জনপ্রিয় কমেডিয়ান কুনাল কামরা আজ এই বিতর্কের আগুনে যেন রীতিমতো ঘি ঢেলে দিলেন।

কুনাল কামরার দাবি, এই পুরস্কারের নাম হওয়া উচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। কারণ আসল খেলা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই খেলছেন! তাই ওনার নামেই পুরস্কারের নামকরণ হওয়া উচিত বলে মনে করেন কুনাল। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত প্রায় ৪ দশকের খরা কাটিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে ভারতের পুরুষ হকি দল। তার ঠিক পরদিনই প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন।

হকির জাদুকর ধ্যানচন্দের নামেই ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নামকরন হোক। এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে বহু প্রস্তাব গিয়েছিল। সাধারণ মানুষের এই দাবি মেনেই পুরস্কারের নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশবাসীর আবেগের কথা মাথায় রেখে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও কংগ্রেসের তরফের নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম ছেঁটে ফেলার জন্য রীতিমতো ক্ষুব্ধ হয়েছে কংগ্রেস।

Delhi HC Asks Kunal Kamra To Move Appropriate Authority With Challenge  Against 'Travel Ban'.

গান্ধী পরিবার যদিও এ প্রসঙ্গে মুখ খোলেনি। তবে কংগ্রেসের তরফে বহু নেতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে শুরু করেছেন। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় কমেডিয়ান। উল্লেখ্য কুনাল কামরা যে মোদি বিরোধী নেই একথা প্রায় সকলেই জানেন। একই সঙ্গে আবার কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ সদ্ভাবও রয়েছে তার।