সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মা আমাকে টা’কা পাঠাও”, WhatsApp-এ নয়া ফাঁ’দ প্র’তা’র’ক’দের

আজকাল লোক ঠকানোর যে অভিনব ফাঁদ পাতা হচ্ছে মানুষ তাজ্জব বনে যেতে বাধ্য। সম্প্রতি অস্ট্রেলিয়ায় প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে পরিবারের সদস্য সেজে ভুয়ো অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা। বিগত 3 মাসে এই জালিয়াতর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। প্রায় 57 কোটি টাকা অ্যাকাউন্ট থেকে খুইয়েছেন WhatsApp ব্যবহারকারীরা। কিভাবে তারা এই কাজ করছেন শুনলে অবাক হবেন আপনিও।

অবশ্যই সাবধান হন কাউকে টাকা পাঠানোর আগে। মূলত কোনো পরিবারের সন্তান সেজে হোয়াটস অ্যাপ এ ম্যাসেজ করছেন এই প্রতারকরা। সেখানে মেসেজে বলা হচ্ছে যে, নিজের ফোন হারিয়ে ফেলেছি তাই টাকা পাঠাও। অথবা দূরে থাকে কারো ছেলে বা মেয়ে টাকা দরকার তাই মাকে টাকা পাঠাতে বলছে।

আর সেই একাউন্ট – এ টাকা পাঠালেই পুরো একাউন্টে যা টাকা আছে সব টাকা আত্মসাৎ করেছে এই দল। তাই এখনি সতর্ক হন। যখনই এমন কোনো মেসেজ আপনার ফোনে আসবে আগে তাঁকে ওভার ফোন কথা বলে কনফার্ম হয়ে নিন। যে চাইছে সে আপনার প্রিয়জনই তো জেনে নিয়ে তবেই টাকা পাঠান।

আরো খবর: সোনার দা’ম শু’নে মা’থা’য় হাত মধ্যবিত্তদের, জেনে নিন আজকের বাজারদর

শুধু তাই নয় তাঁর ব্যাংক একাউন্ট চেক করে দেখে নিন ভালো করে তবেই পাঠান। তাহলে প্রতারকরা আর ঠকাতে পারবে না।  শুধু তাই নয় আজকালকার দিনে অবশ্যই বুঝে শুনে ওটিপি পিন দিন। এখন একটু ভুল ভাল জায়গায় ওটিপি দিয়ে ফেললেই ব্যাংকের সব টাকা তারা তুলে নেয়।

তাই যেকোনো ওয়েবসাইট যদি payment করতে যান তাহলে আগে সেই ওয়েবসাইট সম্বন্ধে ভালো করে জেনে তবেই নিজের ফোন নম্বর দেবেন বা পেমেন্ট করবেন নতুবা কখনো নয়। এছাড়াও যে কোনও ধরনের OTP কারও সঙ্গে শেয়ার করবেন না।

এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট, ডেবিট কার্ড নম্বর, PIN ও CVV কাউকে জানাবেন না আজকাল কাউকেই আর ভরসা করা যায়না। কারো সাথে ফোনে কথা বলার সময়ও ওটিপি নিয়ে কোনো কথা না বলাই ভালো।