সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোনার দা’ম শু’নে মা’থা’য় হাত মধ্যবিত্তদের, জেনে নিন আজকের বাজারদর

অগ্রহায়ণ মাস মানেই বিয়ের মরশুম। সোনা দানার দাম এমনিতেই বাড়ে। সাথে বাড়ে রুপোর দামও। তাই বিনিয়োগের প্রশ্ন উঠলে সাধারণ মানুষ ভরসা করে সোনা রূপার এই সব সাবেকি গয়নার উপর। আর এই বিনিয়োগে অনেক টাকা উপার্জন করা যায়। কারন সোনা রূপার গয়না সব সময়ই দাম ওঠা নামা করতেই থাকে। তাই সোনা আর রুপোয় বিনিয়োগ করলে, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার।

আসুন দেখে নেওয়া যাক গতকাল থেকে আজ অব্দি সোনা রুপোর দাম কেমন রয়েছে। আগেই দেখে নেওয়া যাক সোনার দাম কত রয়েছে। হতো দুর জানা যাচ্ছে গত দুদিনে সোনার দাম বদল সেভাবে হয়নি। গতকাল, মঙ্গলবার ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪৯৬০ টাকা, আজ, বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম যাচ্ছে ৪৯৬০ টাকা।

গতকাল, মঙ্গলবার ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে ৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৩৯৬৮০ টাকা, আজ, বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম যাচ্ছে ৩৯৬৮০ টাকা। – গতকাল, মঙ্গলবার ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪৯৬০০ টাকা, আজ, বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম যাচ্ছে ৪৯৬০০ টাকা।

আরো খবর: ক’রো’না’র প্র’কো’প বাড়তেই চাহিদা গগণচুম্বী, চীনে হু হু করে বা’ড়’ছে পাতিলেবুর দা’ম

গতকাল, মঙ্গলবার ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪৯৬০০০ টাকা, আজ, বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম যাচ্ছে ৪৯৬০০০ টাকা। এই বিয়ের সিজনে সোনার দামের সাথে রুপোর দাম ও ওঠা নামা করে।

তবে এবারে রুপোর দাম একটু কমেছে আগের তুলনায় বলেই জানা যাচ্ছে। গতকাল, মঙ্গলবার ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে ১ গ্রাম রুপোর দাম ছিল ৬৯.৫০ টাকা, আজ, বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমপরিমাণের রুপোর দাম যাচ্ছে ৬৯.৩০ টাকা।