সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র প্র’কো’প বাড়তেই চাহিদা গগণচুম্বী, চীনে হু হু করে বা’ড়’ছে পাতিলেবুর দা’ম

চিনের পরিস্থিতি একেবারেই ভালো নয় কারণ, চিনে আবার বৃদ্ধি পাচ্ছে করোনা। আর যার কারণেই চিনের সাধারণ মানুষ টোটকা হিসেবে ব্যবহার করছে পাতিলেবু। করোনার সাথে নতুন করছে চিনের সাধারণ মানুষ। প্রথমবার করোনার ধাক্কায় চিনের অবস্থা খুবই খারাপ, ফের আবার করোনা সংক্রমণ যা ভাবাচ্ছে বিশ্বকে।

করোনা টিকার পরেও চিনে নতুন করে করোনা সংক্রমণ। তাছাড়া জিরো কোভিড নীতি থেকে সড়ে দাড়ানোর পরেই ফের করোনার নতুন ঢেউ চিনে। এবার সেই থেকেই বাচতে চিনের মানুষজন পাতিলেবুকে হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে। আর তার কারণেই চাহিদা অনুযায়ী জোগান দেওয়া সম্ভব হচ্ছে না পাতিলেবুর।

তাই পাতিলেবুর দাম সেখানে আকাশ ছোয়া। কৃষকেরা জানাচ্ছে ব্যাপক হারে অর্ডার আসছে লেবুর, বিশেষ করে চিনের বড় বড় শহর থেকে এই সব অর্ডার আসছে, সাধারণ মানুষ আগের থেকেই নিজেদের রক্ষা করতে চাইছে। নিজেদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইছে। তাই তারা পাতিলেবু খাচ্ছে, এর মধ্যে রয়েছে ভিটামিন সি।

আরো খবর: এক বিধায়কের কা’জে’র তদারকি করবেন আরেক জন বিধায়ক! অভিনব কৌ’শ’ল তৃণমূলের

তাছাড়া ভিটামিন যুক্ত আরও ফল খাওয়ার ঝোক বাড়ছে চিনে। সাধারণ ভাবে ৫০০ গ্রাম পাতিলেবুর দাম ২-৩ ইউয়ান যা কিনা এখন পৌছে গেছে ৬ ইউয়ানে। একেবারে দ্বিগুণ। দেখা যাচ্ছে ৬ ইউয়ান ভারতীয় মুদ্রায় সেটা ৭১.২১ টাকা।

শুধু পাতিলেবুর নয় তার সাথে দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ফলের। বিশেষ করে ন্যাসপাতি, কমলা লেবু, হলুদ পিচের চাহিদাও তুঙ্গে, যার কারণেই এদের দাম আকাশ ছোয়া।