সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরল মহাজাগতিক ঘ’ট’না! আজ আকাশে ৫ গ্রহের মহামিলন দেখা যাবে

কিছুদিন আগেই চাঁদ-শুক্রের সহাবস্থানের ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। অদ্ভুত সুন্দর সেই ছবি। ২৮ মার্চ অর্থাৎ মঙ্গলবার আরও এক আশ্চর্যজনক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা। বিজ্ঞানীদের মতে ওইদিন রাতের আকাশে ঘটবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং ইউরেনাস— এই পাঁচ গ্রহের সহাবস্থান অর্থাৎ এই ৫ গ্রহকে দেখা যাবে প্রায় এক সরলরেখায়।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন ২৮ মার্চ প্রায় একই সারিতে দেখা যাবে চাঁদ এবং এম৩৫ অর্থাৎ মেসিয়ার ৩৫-এর মতো নক্ষত্রমণ্ডলীকেও। ফলে ওই দিনটি নিয়ে মহাকাশবিদ দের মধ্যে কৌতুহলের সীমা নেই।কার্যত সবাই নিজেদের টেলিস্কোপ নিয়ে বসে পড়েছেন এই চমকপ্রদ ঘটনার সাক্ষী হতে।

সবমিলিয়ে আজকের রাতের আকাশ হতে চলেছে বিষ্ময়পূর্ণ। এই প্রসঙ্গে কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স-এর অধিকর্তা সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, ‘‘এই ঘটনার রহস্য লুকিয়ে রয়েছে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে আমাদের সৌরমণ্ডল তৈরির সময়।

আরো খবর: দিনের শুরু ভ্যাপসা গরমকেই স’ঙ্গী করেই, কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলোতে

আমাদের পৃথিবী-সহ এই সমগ্র সৌরমণ্ডল একটি কাল্পনিক তলে অবস্থান করছে। সেই তলের উপর আমরা প্রতি দিন ঘুরে চলেছি নির্দিষ্ট গতিতে।গ্রহগুলির প্রত্যেকের গতিবেগ আলাদা হলেও কোনও একটি নির্দিষ্ট স্থানে তাঁদের একই সরলরেখায় চলে আসার সম্ভাবনা রয়েছে।এমনটাই হতে চলেছে আজ রাতে।’’