সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“আমার ডে’থ সার্টিফিকেট হা’রি’য়ে গিয়েছে”, সংবাদপত্রে আ’জ’ব বিজ্ঞাপন ব্যক্তির

রোজ সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হতে দেখা যায়। আর সেই নিয়ে নেটিজেনরা মেতে ওঠে। এবারও তেমনই আরো একটা খবর ভাইরাল হতে দেখা যাচ্ছে। এক ভদ্রলোক সংবাদপত্রে এই মর্মে বিজ্ঞাপন দিয়েছেন, তিনি তাঁর ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর শংসাপত্রটি হারিয়ে ফেলেছেন। এও কি সম্ভব? নয় তো। কিন্তু তেমন খবরই ছাপা হয়েছে সেই সংবাদ মাধ্যমে।

সংবাদমধ্যমটিতে লেখা হয়েছে যে, ‘৭ সেপ্টেম্বর সকাল ১০টায় আমি লুমডিং বাজারে আমার ডেথ সার্টিফিকেটটি হারিয়ে ফেলেছি।’ আর এই শেয়ার করেছেন আইপিএস অফিসার রুপিন শর্মা। এটি শেয়ার করে তিনি লেখেন, ‘একমাত্র ভারতেই এমনটা ঘটতে পারে।’ আর এই রকম একটি খবর নিয়ে যথারীতি ভাইরাল নেট দুনিয়া। এই খবরের কমেন্টে অনেকে মজা করে অনেক কিছু বলেছেন।

যেমন একজন বলেছেন, ‘ কেউ এটা পেলে সার্টিফিকেটের মালিককে সেটা ফেরত পাঠিয়ে দেবেন জলদি। না হলে ওই ভূতটি যারপরনাই রেগে যাবেন।’ অন্য এক তো সংবাদ প্রকাশকের মতোই পাবলিক। সে বলেছেন ‘এই প্রথম দেখলাম, কেউ নিজের ডেথ সার্টিফিকেটও হারিয়ে ফেলতে পারে!’

আরো পড়ুন: ফের কি বি’য়ে’র পিঁড়িতে বসবেন না’কি সামান্থা? কে উৎসাহ জোগালেন?

আবার কেউ বলেছেন, ‘ওই সার্টিফিকেটটা পেলে সেটা স্বর্গে পাঠাব নাকি নরকে?’ এরকম নানা মজার মজার কমেন্টস করেছেন বহু মানুষ। মৃত্যু কখনোই আনন্দ দায়ক হতে পারে না। কিন্তু যে নিজেই মজা করে এমন পোস্ট করেন তাঁর জন্য উত্তরে এরকম বলাই যায় বলে অনেকে মনে করেছেন। সংবামাধ্যমে কোনো মিসিং হওয়ার পোস্ট যে এত মজাদার হতে পারে তা সত্যি ভাবা যায়না।