সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা! CBI ত’ল্লা’শি করার সময় পাঁচিল ট’প’কে বাইরে পা’লা’নোর চে’ষ্টা TMC বিধায়ক জীবনকৃষ্ণর

শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল যে কত দূর ছড়িয়ে রয়েছে ,তার নাগাল পেতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ED ও সিবিআই কে । প্রথমে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা ও কোটি কোটি টাকার গয়না।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে। বাদ যায়নি টলিউডের অভিনেতারাও।

নিয়োগ দুর্নীতির পান্ডার খোঁজে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি করতে যায় সিবিআই।তিনি বড়ঞার তৃণমূল বিধায়ক। সেই সময় তার বাড়িতে একটি মিটিং চলছিল।

আরো খবর: আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিনটি কেমন কা’ট’বে আপনার জানুন, রইলো রাশিফল (15.04.2023)

সেখানে হাজির ছিলেন তৃণমূলের একাধিক জেলা পরিষদের সদস্য ও স্থানীয় নেতারা। এদের সকলকে গৃহবন্দি করে তল্লাশি শুরু করে সিবিআই। তথ্য লোপাট করতে, তল্লাশি চলাকালীন জানলা দিয়ে বাড়ির পিছনের আমবাগানে বেশ কিছু গুরুত্তপূর্ণ নথি ও তার মোবাইল ফোন ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা।

এই ঘটনা দেখে ফেলেন জওয়ানরা। পরে সেগুলি উদ্ধার করা হয়। এরপর নিজেকে বাঁচাতে বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে গ্রেফতার হন। প্রায় ১০ ঘন্টা ধরে চলেছে তল্লাশি।