সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিনের শুরু ভ্যাপসা গরমকেই স’ঙ্গী করেই, কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলোতে

আজ সকাল থেকেই কলকাতার আকাশে ঝলমলে রোদ, যার কারণেই আবহাওয়াবিদরা কালবৈশাখীর পূর্বাভাস দিচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ মঙ্গলবার সারাদিন রোদ বৃষ্টির খেলা চলতে থাকবে বলে জানা যাচ্ছে। আর বিকেলের পর থেকেই কালবৈশাখীর তান্ডব শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উপকূলের জেলাগুলোতে এর প্রভাব বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। গত রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে যে আবহাওয়া এখনো বিরাজ করছে।

দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বভাসও ঠিক একই ধরনের। পাহাড় সংলগ্ন জেলাগুলোর উপর বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সাথে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইবে বলেও মনে করা হচ্ছে। গতকাল সোমবারের তলায় আজ মঙ্গলবার এর আবহাওয়ার পরিবর্তন তেমন একটা না থাকলেও বৃষ্টিপাতের ফারাক লক্ষ্য করা যেতে পারে।

আরো খবর: এবার উচ্চ প্রাথমিকেও উত্তরপত্র বি’কৃ’তি’র খবর সামনে এ’লো

আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সাথে সিকিমের বিভিন্ন অংশে এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে এবং হাওড়াতেও এদিন ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রী থেকে ৩৪ ডিগ্রীর মধ্যেই বিরাজ করছে। তবে সকাল থেকেই ভ্যাপসা গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি যেকা আরও বেশী বলতে চাইছে ঝড় বৃষ্টি খুব শিগগিরই হতে চলেছে।