সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্ধুর ভালোবাসা বাঁ’চা’তে বো’মা রাখা নিয়ে ভু’য়ো ফোন! হু’ল’স্থু’ল কা’ন্ড

উড়ো ফোন ঘিরে ফের বোমাতঙ্কের জেরে দিল্লিতে আটকে পড়ল বিমান। উড়ানের ঠিক কয়েক মুহূর্তে আগে ফোন আসে বলে জানা গিয়েছে। তাতে বিমানে বোমা রয়েছে বলে দাবি করেন জনৈক ব্যক্তি।

এরপর তার পরই তড়িঘড়ি বিমানের উড়ান আটকানো হয়। নামানো হয় সব যাত্রীদের। বিমানবন্দরে দাঁড় করিয়ে তল্লাশি চলছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ফোন পাওয়ার পর বিমানটির উড়ান আটকানো হয় প্রথমে।

তার পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।এই বিমানটি ছাড়ার কয়েক মিনিট আগেই দিল্লি বিমানবন্দরে একটি উড়ো ফোন আসে। স্পাইসজেট-এর দিল্লি-পুনে বিমানে বোমা রয়েছে বলে ফোনে জানানো হয়।

আরো খবর: সব ট্র্যাফিককে পাশ কা’টি’য়ে ঝ’ড়ে’র গতিতে ছু’ট’বে Maruti Suzuki Jimny, দু’র্দা’ন্ত গাড়ি কোম্পানির

এর সঙ্গে সঙ্গে বিমানটিতে জোরকদমে তল্লাশি শুরু করে CISF। যাত্রীদের ব্যাগেও তল্লাশি চালানো হয়। যদিও শেষ পর্যন্ত বিমানটির ভিতর থেকে পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

যদিও ব্রিটিশ এয়ারওয়েজ-এর ওই ট্রেনি টিকিট এজেন্ট কেন একাজ করেছে, তা স্পষ্ট নয়। তবে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে।