সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী মোদির জন্য এ’লো নতুন গাড়ি, ভ’য়া’ব’হ বি’স্ফো’র’ণেও লা’গ’বে না কোনো আঁচড়

চলে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নতুন একটি গাড়ি। এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মারসিটিস মেবাক এস ৬৫০ গাড়িটি ব্যবহার করবেন। বিভিন্ন ফিচারে সাজানো এই গাড়িটির আগে রেঞ্জ রোভার এবং টায়ার টুর ল্যান্ড ক্রুজার চাপতেন প্রধানমন্ত্রী’। সম্প্রতি পুতিনের সঙ্গে দেখা করতে গিয়ে হায়দ্রাবাদ হাউসে এই গাড়ি করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এমনকি হিমাচলে প্রধানমন্ত্রীকে এই নতুন গাড়ি করে যেতে দেখা যায়।

মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটি ভিআর-১০ স্তরের সুরক্ষা সহ লেটেস্ট ফেসলিফ্টেড মডেল। ‘প্রোডাকশন গাড়ি’গুলির মধ্যে এই নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ের। রিপোর্ট অনুযায়ী, মার্সিডিজ-মেবাক গত বছর ভারতে এস৬০০ গার্ড লঞ্চ করে। এর দাম ১০.৫ কোটি ছিল। এবং এস৬৫০ মডেলটির দাম ১২ কোটিরও বেশি হতে পারে।

মোদীর জন্য এল নতুন গাড়ি (ছবি সৌজন্যে টুইটার)

প্রধানমন্ত্রীর এই নতুন গাড়িটি চকচকে কালো রঙের। গাড়িটির কাঁচ কালো। মুখ্যমন্ত্রীর থাকাকালীন মোদিকে বুলেটপ্রুফ মহিন্দ্রা স্করপিও চড়তে দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি চাপ্তেন বিএমডব্লিউতে।এরপর রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজার করতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। এবার মারসিটিস মেবাক এস ৬৫০ গাড়ি চড়বেন মোদি।

এই গাড়িটি বুলেটপ্রুফ হবার পাশাপাশি ব্লাস্টপ্রুফ। দুই কিলোমিটার দূরত্ব থেকে ১৫ কেজি বিস্ফোরণ হলেও এই গাড়ির সাথে কিছু হবে না। সেই ক্ষেত্রে গাড়ির বনেট উঠে যাবে। আবার মাইন্ড বিস্ফোরণের জন্য গাড়ির নিচে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।গাড়ির চারটি চাকার টায়ারই ‘ফ্ল্যাট’, অর্থাত্, টায়ার পাংচার করেও দুর্ঘটনার কবলে ফেলা যাবে না গাড়িটিকে। এই গাড়ির ইঞ্জিন ৬.০ লিটার টুইন টার্বো ভি ১২। এর শক্তি ৫০০ হর্সপওয়ার। নিরাপত্তার কথা ভেবে গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে ঘণ্টা প্রতি ১৬০ কিলোমিটারে