সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অশনি আ’ত’ঙ্কে’র মধ্যেই ভি’ড় বাড়লো দীঘায়, স’ত’র্ক’তা জা’রি প্রশাসনের

দিঘায় সমুদ্র স্নানে নেমে গত শুক্র ও শনিবার পরপর দু-দিন তলিয়ে যায় দুই পর্যটক। শুক্রবার পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসে সমুদ্রস্নানে নেমে তলিয়ে যায় উত্তর ২৪ পরগনার মীনাক্ষা থানার চণ্ডীবাড়ি এলাকার বাসিন্দা তুহিন মোল্লা।

যদিও নুলিয়াদের তৎপরতায় ওই যুবককে জীবিত অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়। তারপর নুলিয়ারাই তাকে দিঘা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার ফের সমুদ্রস্নানে নেমে তলিয়ে যান এক যুবক।

কিন্তু এই সমস্ত অশনি-সংকেত উপেক্ষা করেই দিঘা সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। বিশেষত, রবিবার ছুটির দিন হওয়ায় পর্যটকদের ভিড় বেড়েছে সৈকত নগরীতে। ভিড় সামলাতে এবং পর্যটকদের নিরাপত্তা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ থেকে নুলিয়ারা।

আরো পড়ুন: নীচে নদী, সেতুতে দাঁ’ড়ি’য়ে ট্রেন, জীবনের ঝুঁ’কি নিয়ে চালক চা’লু করলেন ট্রেন! ভাইরাল ভিডিও

তবে অতিরিক্ত ভিড় এবং অশনি-র মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয়, সে ব্যাপারে তৎপর দিঘা প্রশাসন। ঘূর্ণাবর্ত ‘অশনি’-র জেরে রবিবার থেকেই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সোমবার থেকেই বৃষ্টিপাত শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস।

কিন্তু এই সমস্ত সতর্কবার্তা সত্ত্বেও পর্যটকদের ঢল নেমেছে দিঘায় । তাই সপ্তাহান্তে ছুটির মজা নিতে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়। এছাড়া সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ঘূর্ণাবর্ত চাক্ষুষ করার লোভেও অনেক কৌতূহলী মানুষ পাড়ি দিয়েছেন দিঘায়।

আরো পড়ুন: প্রেমে ধো’কা খেয়ে ৭ জনকে জী’ব’ন্ত পু’ড়ি’য়ে হ’ত্যা করলো যুবক

বলা যায়, অশনি-র অশনিসংকেত উপেক্ষা করে সেটিকে চাক্ষুষ করতেই দিঘায় মানুষের ঢল নেমেছে। যদিও রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিঘাতেও রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী।

ফলে গরমের হাত থেকে বাঁচতে সমুদ্র জলে শরীর সিক্ত করতে সকাল-সকাল দিঘার সমুদ্র স্নানে মত্ত হয়ে উঠেছেন পর্যটকরা। তবে ঝুঁকি এড়াতে নারাজ দিঘা প্রশাসন।