সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“হয় ম’র’বো, নয় বাঁ’চ’বো! জিতেই রাজ্য ছা’ড়’বো”, ত্রিপুরায় চ্যা’লে’ঞ্জ অভিষেকের

ত্রিপুরা গতকাল থেকেই রাজনৈতিক উত্তাপে তুঙ্গে পৌঁছেছে ৷ ত্রিপুরায় গিয়ে গ্রেফতার হয়েছিলেন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। বিজেপি-র বিরুদ্ধে বার বার আক্রমণের অভিযোগে সরব হয়েছে তৃণমূল৷ এমন কি, থানাতেও তৃণমূল নেতাদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বিজেপি যতই আক্রমণ করুক না কেন, প্রাণ বাজি রেখেও ত্রিপুরা জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন আগরতলায় সাংবাদিক বৈঠকে বিপ্লব দেব সরকারের উদ্দেশে অভিষেকের হুঁশিয়ারি, ‘হয় মরব, নয় বাঁচব৷ কিন্তু জিতে রাজ্য ছাড়ব৷’ একই সঙ্গে অভিষেক ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘ল্যাজে গোবরে করে সুপ্রিম কোর্টে হারাব। টানতে টানতে নিয়ে যাব।’

অভিষেক এদিন ত্রিপুরায় গিয়ে বিপ্লব দেব সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷ তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশও মানেনি ত্রিপুরা সরকার৷ শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আক্রান্ত হচ্ছেন তৃণমূলের প্রার্থী, নেতা, কর্মীরা৷ আদালত অবমাননার অভিযোগে তৃণমূল ফের শীর্ষ আদালতে মামলা করেছে বলে দাবি করেছেন তিনি।

তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, “যে পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে। তাতে দিনের আলোয় মানুষের বেরনো মুশকিল হয়ে গিয়েছে। এমন নৈরাজ্য, বাতাবরণ করা হয়েছে যা দেখা যায়নি। পুলিশের সামনে থানায় আক্রমণ হচ্ছে। আর পুলিশ নীরব দর্শক। আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। বিপ্লব দেবের দুয়ারে গুন্ডার মস্তানরা আমাদের কর্মীদের নির্মম ভাবে পিটিয়েছে, হাসপাতালেও মেরেছে।”