সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লন্ডনের অ’দৃ’শ্য বাড়ি, যা চোখের সামনে থাকলেও আপনি দে’খ’তে পারবেন না

এই পৃথিবীতে বিভিন্ন ধরনের অদ্ভুত বাড়ি রয়েছে। কোনো কোনো বাড়ি তার ডিজাইন এবং অত্যধিক ব্যয়সাপেক্ষ হওয়ার জন্য নজর কাড়ে। লন্ডনে এমন একটি বাড়ি রয়েছে যাকে সকলে ইনভিজিবল হোম বা অদৃশ্য বাড়ি বলে চিনছেন।

এই বাড়ির সামনের অংশটায় কাঁচ বসানো রয়েছে। স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বাইরে থেকে দেখে অনেকেই চিনতে পারেন না। তারার পাঁচটি সাধারণ বাড়ির মত এটি নয়।

লন্ডনের রাস্তার উপর অবস্থিত এই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। লন্ডনের রিচমন্ড এলাকায় অবস্থিত এই বাড়ির সামনে যাতায়াত করলে একটি বিরাট আয়না দেখতে পাওয়া যায়।

আরো পড়ুন: মাত্র ৩০ বছরেই সবচেয়ে কম বয়সী দিদার শি’রো’পা পেলেন এই মহিলা, জানুন ঘ’ট’না

অনেকেই আয়না দেখে সেখানে নিজের মুখ দেখতে চান কিংবা সেলফি তুলতে চান। তবে তারা ঘুণাক্ষরেও টের পান না তিনি যা কিছু করছেন আয়নার অপর প্রান্ত থেকে সবটাই বাড়ির মধ্যে বসবাসকারী মানুষেরা দেখতে পাচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে এই বাড়ির ছবি ভাইরাল হওয়ার পর জনৈক ব্যক্তি লিখেছেন এই পথ দিয়ে তিনি বহুবার যাতায়াত করেছেন কিন্তু বাড়িটিকে তিনি লক্ষ্য করেননি। তার আসলে মনেই হয়নি এখানে কোনো বাড়ি থাকতে পারে।

2015 সালে বাড়িটিকে বানানো হয়েছিল। বাড়ির সামনের অংশে আয়না বসানো আছে। যদিও পেছনের অংশ সাধারণ বাড়ির মত। অর্থাৎ কেউ বাড়ির পেছনের অংশ দেখলে সেখানে বাড়ি খুঁজে পাবেন। কিন্তু সামনের অংশ দিয়ে দেখলে এখানে কোনো বাড়ি রয়েছে বলে ভাবতে কষ্ট হবে।