সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ৩০ বছরেই সবচেয়ে কম বয়সী দিদার শি’রো’পা পেলেন এই মহিলা, জানুন ঘ’ট’না

সম্প্রতি এক ব্রিটিশ নারী মাত্র ৩০ বছর বয়সে দিদা হয়েছেন। হ্যাঁ ঠিকই পড়েছেন। মা নন, দিদা হয়েছেন। ভাবছেন তো এমনটা কি করে হল!

সূত্রের খবর, ঐ ব্রিটিশ নারীর নাম কেলি হিলি। স্বাভাবিক ভাবেই ব্রিটেনবাসী ঐ নারীর কিশোরী কন্যার বর্তমানে স্কুলে যাওয়ার কথা। কিন্তু মাত্র ১৪ বছর বয়সেই কেলির কন্যা তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কেলির মেয়ে মাত্র ১৪ বছর বয়সেই জানতে পারেন যে তিনি গর্ভবতী। যদিও কেলি এসব কিছু শোনার জন্য প্রস্তুত ছিলেন না, তবুও বিষয়টি তার কাছে জানাজানি হতে তিনি সত্যকে স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছিলেন এবং তার মেয়েকে সমর্থন করেছিলেন।

আরো পড়ুন: হিন্দুদের কি একাধিক রাজ্যে সংখ্যালঘু ত’ক’মা দেওয়া যাবে? কেন্দ্রের কাছে জানতে চাইলো সুপ্রিম কোর্ট

জানা গেছে, কেলির মেয়ে স্কাই তার সঙ্গে থাকতেন না। ২০১৮ সাল পর্যন্ত তার বাবা এবং সৎ মায়ের সঙ্গে পশ্চিম লন্ডনের ক্রফোর্ডে থাকতেন।

তার পরিবারের লোকজনই তাকে প্রথম মেয়ের গর্ভাবস্থার কথা জানিয়েছিলেন। পরে মেয়ে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গেলে, আল্ট্রাসাউন্ড করার পর জানা যায় কেলির মেয়ে ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

আর ওই সময়ে চিকিৎসকরা গর্ভপাত করাতে রাজি হননি। স্কাইও তখন তার অনাগত সন্তানের হৃদস্পন্দন শুনতে পেয়েছিলেন, তাই তিনিও চাননি গর্ভপাত করাতে। এরপর স্কাই তার মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তার রিপোর্টের কথা জানান।

কেলি মেয়ের গর্ভাবস্থার কথা জানতে পারার পর থেকেই মেয়েকে সব রকম ভাবে সমর্থনের জন্য এগিয়ে আসেন। এখন তিনি তার ৩ বছর বয়সী নাতিকে নিয়ে খুব ভালো আছেন।

বর্তমানে কেলির বয়স মাত্র ৩৩ বছর। কেলি হিলি পাঁচ সন্তানের মা এবং তার তিন বছর বয়সী এক নাতি রয়েছে।