সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কনের দা’বী যারাই বি’য়ে’তে আসবেন তাদের ভুঁড়িভোজের বদলে টা’কা দি’তে হবে

আজকের বাজারে একটি বিয়েতে প্রায় কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়। এটি বিয়ে মানেই চার দিন ব্যাপী একটি আচার অনুষ্ঠান। বিয়েতে সবথেকে বড় খরচের কাজ হলো অতিথিদের খাওয়ানো। এই দ্রব্যমূল্যের বাজারে যেভাবে সংসার চালাতে আমাদের না বিশ্বাস উঠে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কয়েক হাজার মানুষকে খাওয়াতে গিয়ে সত্যিই দম বন্ধ হয়ে যায়।

এমন অবস্থায় একজন কনের বিস্তারিত আবেদনের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় যেখানে লেখা রয়েছে, যে সমস্ত অতিথিরা বিয়েতে আমন্ত্রিত হবেন তাদের খাবার খরচের টাকা তাদের নিজেদের বহন করতে হবে। নিজেদের ভালো-মন্দ প্লেটের মূল্য শুকিয়ে যাবেন তারা নিজেরাই অন্যথায় দিয়ে বাতিল করতে বাধ্য হবেন ওই কনে।

সোশ্যাল মিডিয়াতে যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেখানে লেখা রয়েছে, কেউ কি অতিথির কাছ থেকে খাবারের খরচ চায়? কিন্তু এই মুহূর্তে সবকিছুর দাম আকাশ ছোঁয়া। ফলে হয় অক্টোবর মাসের বিয়ে বাতিল করে দিতে হবে আমাদের না হলে উপহারের বদলে অতিথিদের খাবারের খরচ বহন করতে হবে।

আরো পড়ুন: ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট বি’ক্রি’র টা’কা ভ্যানিশ!

তরুণী আরও লিখেছেন, ইতিমধ্যেই অতিথিদের আমন্ত্রণ করা হয়েছে। জানিনা কিভাবে পরিস্থিতি সামলাবো। দয়া করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। মন ভালো নেই ভীষণভাবে চাপে আছি। কথার শেষে কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন হবু বউ। স্ক্রিনশটের সঙ্গে ভাইরাল পোস্টে ক্যাপশনে লেখা রয়েছে, একজন মেয়ে বিয়ের বাজেট সামলাতে পারছে না। অতিথিদের কাছেই অনুষ্ঠান খরচ দাবি করছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। পোস্ট দেখে অনেকেই কনের পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন যেখানে লিখেছেন, আমার কাছে যদি উপহারের বদলে খাওয়া খরচা চাওয়া হতো তাহলে আনন্দের সাথে দিতাম। এতে অন্যায়ের কিছু নেই। আরো একজন লিখেছেন, ঠিক কথা লিখেছেন। যদি উপহার আশা না করা হয় তাহলে আরও যথার্থ এই স্ক্রিনশট।

আবার একজন লিখেছেন, নিশ্চয়ই তেমন খারাপ পরিস্থিতি তাই পরিবারকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। দুর্ভাগ্যজনক অবস্থা। তবে অনেকেই বলেছেন, বিয়ে করলে দুনিয়ার লোককে খাওয়াতে হবে এমন কোন নিয়ম কোথাও লেখা নেই। নবদম্পতির ভবিষ্যৎ সুরক্ষিত হওয়ার ভীষণভাবে দরকার আর তাই বিবাহ অনুষ্ঠান করে ফেলাই ভালো।