সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট বি’ক্রি’র টা’কা ভ্যানিশ!

ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা গায়েব। ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট বিক্রির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক কর্মীকে।

অভিযোগ উঠেছে, গত কয়েক বছর ধরে টিকিট বিক্রির বিপুল অঙ্কের টাকা তিনি আত্মসাৎ করেছেন। প্রায় ১৩ লক্ষ টাকা লোপাটের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে,পুলিশের অনুমান টাকার অঙ্কের পরিমাণ আরো বাড়তে পারে।

আর এই কারবারে তাঁর সঙ্গে আরও কোন ব্যক্তি যুক্ত থাকতে পারেন। টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা লোপাট করার অভিযোগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিটিং ক্লার্ক স্বপন দেকে গ্রেফতার করেছে পুলিশ।

আরো পড়ুন: ইন্দিরা গান্ধীর প্রি’য় বান্ধবী ছিলেন এই মহিলা, তাঁর ছেলেই ফি’ল্ম ইন্ডাস্ট্রিতে রা’জ করছেন

কাল রাতে রিজেন্ট পার্ক থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ৫৫ বছর বয়স্ক টিকিটিং কর্মী স্বপন দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত।

তিনি অভিযোগ করেছেন, গত বেশ কয়েক বছর ধরে মেমোরিয়ালের টিকিট আর বার্ষিক পাস বিক্রির টাকা স্বপন দে জমা করেননি। বিষয়টি অডিটে ধরা পড়ে যায়। এরপর স্বপন দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ।