সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত গড়ালেই উচ্চ মাধ্যমিক, প্রথম দিন এক ঘন্টা আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁ’ছা’তে হবে

বুধবার থেকেই রাজ্যে শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। আর এই পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা ইতিমধ্যেই পেশ করা হয়েছে উচ্চশিক্ষা পর্ষদের তরফে। পরীক্ষার্থীরা কি করবেন কি করতে পারবেন না সেই সংক্রান্ত একটি গাইডলাইন জানিয়ে প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার দিন এডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে তবেই ঢুকতে পারবে। প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা আগে সকলকে পৌঁছে যেতে হবে পরীক্ষার হলে। দেরি করলে আর ঢোকা যাবে না। মোবাইল ফোন স্মার্ট ফোন স্মার্ট ওয়াচ নিয়ে করা নির্দেশিকা জানিয়ে দিল পর্ষদ।

সেই নির্দেশিকা জানানো হয়েছে প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল তাতে সই করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম দিন পরীক্ষা শুরুর ঠিক ১ ঘণ্টা আগে পৌঁছোতে হবে এবং বাকি পরীক্ষা গুলোর দিনে আধঘন্টা আগে পৌঁছে গেলেই চলবে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগেই নির্দিষ্ট আসনে বসে পড়তে হবে পরীক্ষার্থীদের।

আরো খবর: অস্কারের ম’ঞ্চে মালালার পরনে এই প্রথম পশ্চিমী পোশাক, কেমন দে’খ’তে লাগছে নোবেলজয়ীকে

নিজেদের সঙ্গে তাদের আনতে হবে পেন পেন্সিল কালি কলম রবার ইন্সট্রুমেন্ট বক্স জ্যামিতি বক্স। তবে অন্য পরীক্ষার্থীদের কাছ থেকে এসব জিনিস ধার করে নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।সংসদ আরো জানিয়েছে অংক পরীক্ষার সময় ত্রিকোণমিতি লগারিদমসহ কিছু ব্যাপারে ব্যবহার করা যাবে ক্যালকুলেটর।

এছাড়া ভূগোল পরীক্ষার সময় ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে অংক করার জন্য। পরীক্ষা শেষে পরীক্ষকের কাছে খাতা জমা দিতে হবে সকাল দশটা থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর একটা ১৫ মিনিটে। পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পর থেকে শৌচালয় যেতে পারবেন পরীক্ষার্থীরা। সে ক্ষেত্রে খাতা এবং প্রশ্নপত্র নিজের বেঞ্চে রেখে যেতে হবে। ক্যালকুলেটর ছাড়া অন্য কোন বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষা হলে ঢোকা যাবেনা।