সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অস্কারের ম’ঞ্চে মালালার পরনে এই প্রথম পশ্চিমী পোশাক, কেমন দে’খ’তে লাগছে নোবেলজয়ীকে

অস্কারের সন্ধ্যা উজ্জ্বল করে রাখলেন পাকিস্তানের নোবেল জয়ী মালালা। প্রথমবার তাকে দেখা গেল অস্কারে। লস এঞ্জেলসে অনুষ্ঠিত একাডেমী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালালার সঙ্গী ছিলেন তার স্বামী। স্ট্রেঞ্জার এট দা গেট ছবিটি মনোনীত হয়েছিল সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবির বিভাগে।

আর এই ছবির প্রযোজক মালালা।  উপলক্ষে তিনি উপস্থিত হয়েছিলেন অস্কার সন্ধ্যায়। এ দিন বেশ সাধারণ পোশাকে মোহময়ী লাগছিল মালালাকে। বেশিরভাগ সময় দেখা যায় তাকে সালোয়ার সুট পরিহিত।

মাথার উপর থাকে চওড়া ঘোমটা। তাকে দেখা গেল একেবারে অন্য অবতারে। ক্যামেরার সামনে ধরা দিলেন মালালা। রূপলি চুমকির কাজ করা একটা ঝলমলে গাউন পড়েছিলেন মালালা।

তার মাথায় ছিল লম্বা ঝুলের ওই গাউনের একটা টুকরো। নেক লাইনের জন্য গাউনটি দেখতে একটু অন্যরকম লাগছিল। তার অলংকার ছিল বেশ নজর কারা। ঝোলা একটা দুল কানে, হাতে হীরের আংটি এবং হিল তোলা জুতো পড়েছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Malala Yousafzai (@malala)

যদিও এত সুন্দর করে সেজে এসেও কিছুটা অস্বস্তিতে পড়তে হয় নোবেল জয়ীকে। অস্কারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শকদের মধ্যেই বসেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Malala Yousafzai (@malala)

এমন সময় এক সঞ্চালক খানিকটা কৌতুকের স্বরে তাকে বলেছিলেন আপনার কি মনে হয় হারি স্টাইল ক্রিস পাইনের উপর থুতু ফেলতে পারেন? এই প্রশ্নের উত্তর বেশ সম্প্রতিভ ভঙ্গিতে দিয়েছেন মালালা। তিনি বলেন আমরা কেবল শান্তির কথা বলি। যদিও তার ছবি অস্কার পায়নি এদিন।