সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিয়ের মেনুতে জল বাদ দিয়ে নেই কোনো খাবার! কারণ জেনে অ’বা’ক অতিথিরা

বিবাহ বা বিয়ে হল একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। দেশ ভেদে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য রয়েছে,তবে সাধারণ ভাবে বিবাহ এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। বিয়ে প্রত্যেকের জীবনেই একটি অন্যতম সেরা দিন৷

দেশ – জাতি – ধর্ম – বর্ণ ভেদে বিয়ের প্রথা ভিন্ন৷ বিয়ের নিয়ম কানুনও আলাদা। নিয়ম অনুযায়ী বিয়ের দিন নববধূ ও বরকে উপোস থাকতে হয়৷ তবে একেবারে উপোস না রেখে, ফল বা তরল পানীয় দেওয়া হয় নব দম্পতিকে।

অন্যদিকে অতিথিদের জন্য থাকে রাজভোগের আয়োজন। নানা রকমের খাবারের আয়োজন করা হয় তাদের জন্য ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি খবর অনুযায়ী একটি বিবাহঅনুষ্ঠানে অতিথিদের কোনও খাবার না দিয়েই বিদায় জানানো হয়েছিল৷

আরো খবর: মা’ঝ আকাশে নেপাল ও ভারতের দুই বিমান মুখোমুখি, অল্পের জন্য র’ক্ষা

নববধূর মতে, সারাদিন শুধু তরল পানীয় খেয়েই কাটিয়েছেন তিনি ৷ তার জন্যই এই অনুষ্ঠান।কিন্তু তাকে বাদ দিয়ে অতিথিরা কেন ভালমন্দ খাবেন?

অনেকেই এই ধারণাকে সাধুবাদ জানিয়েছে ,আবার অনেকে খুব রাগও করেছে। তাদের মতে এই সব বিয়েবাড়িতে উপহার হিসাবে শুধু ফাঁকা বাক্স দেওয়া উচিত।