সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্ধুর বিয়েকে হিং’সের ন’জ’রে দেখছেন? এই ভাবে সা’ম’লে রাখুন নিজেকে

অনেকেই বিয়ের জন্য আগেভাগেই প্রচুর প্ল্যানিং সেরে রাখেন। মেহেন্দি, সংগীত, গায়ে হলুদ কোন অনুষ্ঠানে কী পোশাক পরবে, কোথায় মেকআপ করবে, চুলের কী ট্রিটমেন্ট করাবে এই সব কিছু নিয়ে উত্তেজনার অন্ত থাকে না। কিন্তু অনেকের বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে বা বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে; তবে থেকেই মনখারাপ থাকে। না প্রিয় বন্ধু দূরে চলে যাবে বলে নয়, বন্ধুর বিয়ে হয়ে গেল আর ও এখনও মনের মতন প্রেমিক খুঁজে পেল না এই নিয়েই মনে মনে খুব দুঃখ । বিয়ের পর বন্ধুর বিবাহিত জীবন, একসঙ্গে থাকা কোথাও গিয়ে যেন অনেকের মধ্যে একটা অদ্ভুত হিংসা কাজ করে।

তবে এই ধরনের মানসিকতা কিন্তু একপ্রকার অসুস্থতা। মনের মধ্যে যদি কোনও রকম নিরাপক্তাহীনতা কাজ করে তাহলে সেখান থেকেই কিন্তু এই রকম সমস্যার উদ্রেক হয়। তাই বন্ধুর বিয়ে, তখন মন খুলে আনন্দ করুন। যা যা প্ল্যান ছিল, যা যা শখ ছিল সব পূরণ করুন। বন্ধুর বিশেষ দিনটি আরও মধুময় করে তুলতে আপনার উপস্থিতি কিন্তু কাম্য। তাই অযথা মন খারাপ না করে, ভুল ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচতে শিখুন। দিন কিন্তু সবারই আসবে।

১. বন্ধুর বিয়ের প্রস্তুতিতে মন দিন

আর মাত্র ২ মাস পরই বন্ধুর বিয়ে? তাহলে এসব আবোল তাবোল না ভেবে বরং মন দিন প্রস্তুতিতে। কেমন শাড়ি কিনবেন, ব্লাউজের ডিজাইন কেমন হবে,ব্যাচেলার্স ট্রিপে কোথায় যাবেন এসব প্ল্যান করে নিন।

২. সবই আগের মতো থাকবে সেটা ভাবুন

বন্ধুর বিয়ে নিয়ে একটা মিশ্র উত্তেজনা থাকে। ভালো লাগা, মন খারাপ, দুঃখ সবই থাকে। যতই হোক মনে হতে পারে যে বন্ধু পর হয়ে গেল। আগে যেমন দুজনে যখন খুশি ফুচকা খেতে যেতে পারতেন এখন আর সেই সুযোগ থাকল না। মন থেকে এসব ধারণা কিন্তু একেবারেই সরিয়ে ফেলুন। জীবনে এমন দিন সবারই আসে। তাই সব দিন সমানই থাকবে। সম্পর্কেও কোনও হের ফের হবে না যদি তা খাঁটি হয়।

৩. খারাপ ধারণা মন থেকে সরিয়ে দিন

বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, বন্ধুর জীবন এবার আগের থেকে অন্যরকম হয়ে যাবে আপনাকে আর পাত্তা দেবে না এসব ভুল ভাবনা মন থেকে সরিয়ে দিন। বন্ধুর ভালো ছেলে দেখে বিয়ে হয়ে গেল, বাকি বন্ধুরা প্রেম করছে তাহলে এবার আপনার কপালে ছেলে জুটবে না এসব কাল্পনিক ভাবনা থেকে বেরিয়ে আসুন।

৪. আপনি কি বিয়ে করতে প্রস্তুত?

বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে বলে মন খারাপ, ভাবছেন এমন সুন্দর দিন আপনার কবে অসবে। কিন্তু আপনি বিয়ে করতে মন থেকে প্রস্তুত তো? সবার যে একটা নির্দিষ্ট সময়ে বিয়ে হবে তা নয়। একটা নির্দিষ্ট বয়সের মধ্যে বিয়ে করতেই হবে ব্যাপারটা কিন্তু এমনও না। বিয়ে করার আগে মনকে প্রস্তুত করুন। মন থেকে সায় পেলে এবং মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেলে তবেই বিয়ের কথা ভাবুন।