সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতার নেতাজি সুভাষ ডকে জাহাজ ডু’বি, মাত্র ১৫ মিনিটেই ডু’বে গে’লো ভেসেল

এ যেনো টাইটানিকের দৃশ্য ঘটলো কলকাতার বুকে।শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে এক পণ্যবাহী জাহাজ ডুবে গেল চোখের নিমিষে। বন্দর সূত্রে জানা যাচ্ছে, এমভি মেরিন ট্রাস্ট ওয়ান নামের এই পণ্যবাহী জাহাজটি ডুবে যায়।

আজ সকালের দিকে ঘটে ঘটনাটি। সকাল ৯ টা ৫ নম্বর লটে এই লোডিং এর কাজ শেষ হয়। জাহাজটি একেবারে মালবোঝাই ছিল আর সেই জাহাজের ওজন ছিল মোট ৩০৮৯ মেট্রিক টন। জাহাজটিতে ছিল মোট ২০ ফিটের মোট ১২০ টি ও ৪০ ফুটের ৪৫ টি কন্টেইনার।

কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ভেসিলিটি। বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল ভেসেলটির, কিন্তু তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা।

আরো পড়ুন: নে’শা করে ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করতে গি’য়ে গঙ্গায় ডু’বে গে’লো যুবক

অবশ্য যাত্রা শুরু হওয়ার আগেই ঘটেছে এ দুর্ঘটনাটি, যদি চলার মাঝপথে এই দুর্ঘটনা ঘটতো তাহলে কি উপায়ে হত? সকাল ১১ কার দিকে মাত্র ১৫ মিনিটে ডুবে যায় জাহাজটি।

এত ভারী জাহাজ ডুবে যায় চোখের নিমিষে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কিছু কন্টেনার নিজের থেকেই ভাসতে থাকে তবে কিছু কন্টেনার জলে ডুবে যায় পুরোপুরি।

ইতিমধ্যে কিছু কন্টেনার দড়ি দিয়ে বেঁধে কোনমতে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু জাহাজটি ডোবার কারণ কী তা নিয়ে চলছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওভারলোডিং এর কারণেই ঘটেছে দুর্ঘটনা।