সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SSC দু’র্নী’তি’র স’ঙ্গে এবার পার্থর নামে জুড়ে গেল TET দু’র্নী’তি

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের SSC-র পর এ বার টেট দুর্নীতিতেও নাম জড়াল । প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। মিলেছে SSC-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও। পার্থর বাড়ির সিজার লিস্টের ১৫ নম্বরে উল্লেখ ইডি-র।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর থেকে মঙ্গলবার সকালেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। ইডির অফিসে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। রাজ্যের মন্ত্রীকে সেখানেই জেরা করতে পারে ইডি। শনিবার রাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

ইডির দাবি, সেই তল্লাশিতে অনেক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে বেশ কিছু চাকরিপ্রার্থীর তালিকা, আবেদন পত্র, নিয়োগপত্র,  অ্যাডমিট কার্ড,  শংসাপত্র-সহ আরও অনেক কিছু।

আরো পড়ুন: এ রাজ্যে জ’ন্ম না হলেই ভা’লো হতো! বাংলার রাজনৈতিক মহল নিয়ে ক্ষু’দ্ধ শ্রীলেখা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বহু গুরুত্বপূর্ণ নথি পেয়েছে । তদন্তকারী সংস্থা জানিয়েছে যে, মন্ত্রীর বাড়ি থেকে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগের জন্য কিছু প্রার্থীদের সম্পর্কিত নথি পাওয়া গেছে।

ইডি আরও জানিয়েছে, প্রমাণগুলি দেখায় যে পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি কর্মীদের নিয়োগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রুপ ডি প্রার্থীদের তালিকা, বেশ কিছু পরীক্ষার অ্যাডমিট কার্ড, ২০১৬ সালের গ্রুপ ডি-এর জন্য আবেদন পত্র, রোল নম্বর সহ উচ্চ প্রাথমিকে শিক্ষক পদের জন্য ৪৮ জন প্রার্থীর তালিকাও পাওয়া গেছে।